• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে আ.লীগের ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদারের জনসভায় হামলার ঘটনায় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়) ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল আলম শরিফসহ দলটির ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২১ ডিসেম্বর বিকেলে রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া বাজারে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। সভা চলাকালীন আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে রামদা, হকিস্টিক, লোহার রড, কাঠের বাটাম, লাঠি ও ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনসভা পণ্ড করতে সাতটি ককটেল বিস্ফোরণ করেন। এ বিস্ফোরণে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এ ছাড়া স্থানীয় বিএনপির অফিস ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। আরটিভি/এএএ 
রায়গঞ্জে বজ্রপাতে মারা গেল ৩ গরু
আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু 
সিরাজগঞ্জে অটোচালককে কুপিয়ে হত্যা