কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ০৩:৩২ পিএম


কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১০ অক্টোবর রাত ৮টার দিকে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বজলুর রহমানের চায়ের দোকানে যান। এ সময় অন্তিম দাস নামে এক যুবক কৃষক সাইফুল ইসলামকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলকে না পেয়ে থানায় একটি জিডি করেন। পরে তদন্তকালে পুলিশ শাকিল শেখ নামে এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আব্দুর রাজ্জাক, নায়েব আলী, অন্তিম দাসসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জন সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকায় তাস খেলছিলেন। খেলা শেষ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলামকে শ্বাসরোধে তারা হত্যা করে। এরপর মরদেহ ঘুরকা খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখে। যা পুলিশ রোববার (১৩ অক্টোবর) সকালে উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বলেন, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আসামি অন্তিম দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission