• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
ডাকাতি রুখতে সবার সহযোগিতা প্রয়োজন: ডিআইজি আলমগীর
রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান বলেছেন, বর্তমানে পুলিশের কার্যক্রমের স্থবিরতা অনেকটাই কেটে গেছে। পুলিশি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বর্তমানে অনেকটাই সজাগ অবস্থানে রয়েছে। এর জন্য সব দল ও সাধরণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি আলমগীর বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আরটিভি/এমকে/এস
প্রেমের টানে তুরস্কের যুবক বাংলাদেশে
যমুনা নদীর তীর থেকে দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১
নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার
নৌকার পক্ষে প্রচারণা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ
নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ তাদের এ নোটিশ দেন। শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমকে শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আপনার শারীরিক উপস্থিতিতে আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষকদের ব্যবহার করে বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। রবি উপাচার্য অধ্যাপক শাহ আজমকে পাঠানো নোটিশে বলা হয়, আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কার্যালয় ব্যবহার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামের পক্ষে তার উপস্থিতিতে গত ৩ জানুয়ারির নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এতে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘিত হয়েছে। নোটিশে আরও বলা হয়, আপনাদের এমন কর্মকাণ্ডে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ আইনভঙ্গের কারণে কেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে শনিবার বিকেল ৩টায় ব্যক্তিগত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে খাসকামরায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হলো।