রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান বলেছেন, বর্তমানে পুলিশের কার্যক্রমের স্থবিরতা অনেকটাই কেটে গেছে। পুলিশি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বর্তমানে অনেকটাই সজাগ অবস্থানে রয়েছে। এর জন্য সব দল ও সাধরণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি আলমগীর বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আরটিভি/এমকে/এস