মহামারি করোনা মোকাবিলায় বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশ। দেশে এসেছে করোনার টিকা। কয়েকদিন আগেই রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে মা'সহ করোনার টিকা নিয়েছেন চলচ্চিত্রের তারকা অভিনেত্রী নিপুণ। আগামী মে মাসে নেবেন দ্বিতীয় ডোজ। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে টিকা নেয়ার ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
মায়ের সঙ্গে টিকা নিচ্ছেন নিপুণ
নিপুণ বলেন, ‘কয়েকদিন আগেই মা'সহ টিকা নিয়েছি। একটু দেরি করে ফেসবুকে ছবি প্রকাশ করেছি। টিকা নেয়ার পরিবেশ দেখে খুব ভালো লেগেছে। কোনো ভিড় নেই। যারা আবেদন করে এসেছিলেন, তারা শৃঙ্খলা মেনে লাইন ধরে টিকা নিয়েছেন।’
আরও পড়ুন...
অন্যের বউকে বিয়ে করায় নাসিরকে সাবেক প্রেমিকার অভিনন্দন!
তিনি আরো বলেন, 'টিকা নেয়ার সময় তো বুঝতেই পারলাম না। একটুও ব্যথা লাগেনি। টিকা নেয়ার পর অনেকেরই পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শরীরব্যথা কিংবা জ্বর হয়েছে। আমরা ভাগ্যবান আমাদের কোনো সমস্যা হয়নি। মা আগে থেকেই একটু অসুস্থ। তাই মাকে নিয়ে একটু টেনশনে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি।’
গর্বের সাথে নায়িকা বলেন, ‘থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বেশ কিছু উন্নত দেশ এখনো টিকা প্রদান শুরু করেনি। আমরা তাদের থেকে অর্থনৈতিকভাব পিছিয়ে থেকেও টিকাতে এগিয়ে গেছি। এটি বাংলাদেশের অর্জন।’
আরও পড়ুন...
চার বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিলেন ফারিয়া
এনএস