ঢাকাFriday, 25 April 2025, 12 Boishakh 1432

অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেত্রী নেহার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০১:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই শোবিজের বর্তমানে সময়ের পরিচত মুখ নিদ্রা দে নেহা। সম্প্রতি এক স্বাক্ষাৎকারে জানিয়েছিলেন শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডবে দেখা যাবে অভিনেত্রীকে। কিন্তু খবর জানানোর এক সপ্তাহের মাথায় হঠাৎ করে অভিনয় ছাড়া ঘোষণা দিলেন।

বিজ্ঞাপন

Nidra-Neha-3-DeshRupantor

বর্তমান সময়ে সিন্ডিকেটের কারণে অনেক অভিনয়শিল্পী যথার্থ মূল্যায়ন পাচ্ছেন না। সামাজিকমাধ্যমে ফ্যান ফলোয়ারের সংখ্যা বিবেচনা করেও নাটক, সিরিজ বা সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়। এ ধরনের অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

480026265_2461246774046003_6436837533662885209_n

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, আমি সবসময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।

অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। বরং ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন। পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। 

বিজ্ঞাপন

488355206_2502525029918177_4789330937109659121_n

তিনি আরও যোগ করেন, যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।

477561225_2456509921186355_981434712311897128_n

সবশেষ তিনি জানান, ‘দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।’ 

প্রসঙ্গত, এবারের ঈদেও অন্তর্জালে মুক্তি পেয়েছে তার বেশ কিছু নাটক। এরমধ্যে উল্লেখ্যযোগ্য, ‘লাভ মি মোর’, ‘তবুও তোমাকে চাই’। ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এ ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় নাটক, সিনেমা ও ওয়েব সিনেমায়। 

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |