ঢাকাMonday, 28 July 2025, 13 Shrabon 1432

ইভা রহমানের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন যারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ , ০৯:৫৪ পিএম


loading/img

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও সাবেক সংবাদ পাঠিকা ইভা রহমান। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

বিজ্ঞাপন

গেলো রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইভার বাসায় একদম ঘরোয়া আয়োজনে ইভা-আরমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাদের বিয়েতে কাছের কিছু আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে ঢাকার গুলশানে বসবাস করছেন ইভা রহমান।

দ্বিতীয় বিয়ের পরই নিজের পুরনো নাম মুছে ফেলেছেন ইভা। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’

গান নিয়ে নতুন স্বামীর প্রেরণা পাওয়ার কথাও জানিয়েছেন ইভা আরমান। তিনি বলেন, 'মাহফুজুর রহমানকে বিয়ে করে শুধু শূন্যতা পেয়েছি। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি, সারা জীবন যেন সুখে থাকি।'

জানা গেছে, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। তখনই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সোশ্যাল মিডিয়াতেও এখন তার নামের সাথে ‘রহমান’শব্দটি নেই। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’পদবি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরি শুরু করেন ইভা। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ‍উঠে সখ্যতা। শুরু হয় মন দেয়া নেয়া। গাঢ় হতে থাকে দু’জনের প্রেম। অত:পর বিয়ে করেন তারা।

নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি ছিল ইভার। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |