• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘পর্দায় অন্য পুরুষকে চুমু খেলে জবাবদিহি করতে হবে স্বামীকে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৩, ১৬:৪৪
‘পর্দায় অন্য পুরুষকে চুমু খেলে জবাবদিহি করতে হবে স্বামীকে’

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও, পরে অভিনয়ে নাম লেখান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা প্রিয়ামনি। অভিনয়ের দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই নায়িকা। কিন্তু কখনও তাকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। চুম্বন দৃশ্যে অভিনয় না করার কারণ ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী।

পর্দায় অন্য পুরুষকে চুমু খেলে স্বামীকে জবাবদিহি করতে হবে বলে জানান প্রিয়ামনি।

এ প্রসঙ্গে নায়িকা বলেন, আমি পর্দায় চুমু খাব না, এটি আমাকে দিয়ে হবে না। আমি জানি, অভিনেত্রী হিসেবে এটা আমার কাজ হলেও, এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। পর্দায় অন্য পুরুষকে চুমু খেতে আমার ভীষণ অস্বস্তি হয়। তা ছাড়া এ কাজের জন্য স্বামীর কাছেও জবাবদিহি করতে হবে। তবে খুব বেশি হলে গালে চুমুতে সম্মতি রয়েছে বলে জানান তিনি।

প্রিয়ামনি আরও বলেন, আমার কোনো চলচ্চিত্র মুক্তি পেলে দুই পরিবারই দেখবে। তারাও জানে অভিনেত্রী হিসেবে এটি আমার কাজ। কিন্তু আমি চাই না সিনেমা দেখে তারা আঁতকে উঠুক। আমি চাই না, আমার শ্বশরবাড়ির লোকজন বলুক— বিয়ের পর আমাদের পুত্রবধূ কেন এসব করছে? যদিও তারা কখনও এসব নিয়ে কিছু বলেননি। এটা কিন্তু শুধুই আমার সিদ্ধান্ত।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী মুস্তাফা রাজকে বিয়ে করেছেন প্রিয়ামনি। অভিনয় ক্যারিয়ারে নিজের পরিবারের সমর্থনের পাশাপাশ, শ্বশুরবাড়ির লোকজনও তাকে উৎসাহ দিয়ে থাকেন। তারা সবসময় তার অভিনীত সিনেমাগুলো দেখেন। তাই অভিনেত্রী চান না তার পরিবার কোনো বাজে পরিস্থিতিতে পড়ুক।

প্রসঙ্গত, প্রিয়ামনি অভিনীত তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষার ৬৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে তামিল, কন্নড় ও হিন্দি ভাষার ৪টি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এর মধ্যে অন্যতম হলো শাহরুখ খানের ‘জওয়ান’, অজয় দেবগনের ‘ময়দান’।

সূত্র : নিউজ১৮

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম
নতুন কিছু আসছে, অপেক্ষা করুন: বাঁধন
প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী
জুরিবোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন