• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৬:০৯
সংগৃহীত
ছবি:সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সুরকার প্লাবন কোরাইশীর কথায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা বর্ণালী সরকার। তার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পূর্ণ মিলন। ‘আমি কৃষ্ণ, তুমি রাধা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন পূর্ণ মিলন। সম্প্রতি সম্পর্ক স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে প্লাবন কোরাইশী বলেন, ‘আমি সব সময় তরুণদের গুরুত্ব দেই। নবীন হিসেবে বর্ণালী বেশ ভালো করেছেন। এখন শ্রোতারা যা পছন্দ করছেন, সেটা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। দ্রুতলয়ের এই গান সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী বর্ণালী সরকার বলেন, ‘প্লাবন কোরাইশী ভাইয়া গুণী একজন মানুষ। তার গান অনেক শুনেছি। তার কথা ও সুরে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, আমাদের নতুন গানটি সবার পছন্দ হবে।’

কণ্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। দুজনের গায়কিতে দারুণ একটি কাজ হয়েছে। শিগগির গানটি মুক্তি পাবে। আশা করছি, গানটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

আরটিভি /এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম
নতুন কিছু আসছে, অপেক্ষা করুন: বাঁধন
জুরিবোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন
ক্যানসারের চিকিৎসার মাঝেও থেমে নেই কিরণ খেরের কাজ