ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নতুন কিছু আসছে, অপেক্ষা করুন: বাঁধন

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ , ০২:০১ পিএম


loading/img
আজমেরী হক বাঁধন

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। 

বিজ্ঞাপন

আজমেরী হক বাঁধন

গুণে গুণান্বিত এই অভিনেত্রী শুধু কাজেই নন, নেটমাধ্যমেও বেশ সরব। মাঝে মধ্যেই প্রতিবাদী আওয়াজ তোলেন এই অভিনেত্রী। ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন তিনি। যুক্ত রয়েছেন দেশের সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানান কর্মকাণ্ডে। 

বিজ্ঞাপন

আজমেরী হক বাঁধন

বাঁধনের এই পথ চলা শুরুতে এতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পার করেই আজকে এই অবস্থান তৈরি করেছেন তিনি। নাম বাঁধন হলেও কোনো কিছুতেই বেঁধে রাখা যায় না তাকে। বরাবরের মতোই চলছেন আপন গতিতে। এমনকি বয়সও যে তার কাছে কোনো বাধা না, তা-ও প্রমাণ করেছেন বারবার। 

সোমবার (২৮ অক্টোবর) জীবনের ৪১ বসন্ত পার করলেন বাঁধন।  জীবনের এই বিশেষ দিনে নিজের অতীত ও পরিশ্রমের কথা অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন তিনি। জন্মদিন উপলক্ষে অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাঁধন।

বিজ্ঞাপন

আজমেরী হক বাঁধন

পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘প্রিয় পৃথিবী, আজ আমার ৪১তম জন্মবার্ষিকী। কতটা চমৎকার আমার এই পথচলা! যদিও এটি যে খুব মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশির ভাগ ক্ষেত্রে এটি ছিল অনেক চড়াই-উতরাইয়ের ওপর। এমনও সময় এসেছে আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আর এ করতে করতে ৪০ বছর পার করে দিয়েছি; আমিই সেই বাঁধন। 

আজমেরী হক বাঁধন

জীবনের শুরু থেকেই আমি বিশ্বাস করি যে, নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত। যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’

প্রসঙ্গত, লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |