কৌতুক অভিনেতা সুনীল পাল নিখোঁজ
বেশ কয়েকদিন ধরেই খোঁজ মিলছে না বলিউডের কৌতুক অভিনেতা সুনীল পালের। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। তাই স্বামীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতার স্ত্রী সরিতা পাল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুনীলকে না পেয়ে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় যান তার স্ত্রী। পুলিশ জানিয়েছে, একটি শো করার জন্য মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন সুনীল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেরার কথা থাকলেও এখনও বাড়ি ফেরেননি অভিনেতা।
ইতোমধ্যে সুনীলের খোঁজে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। পরিবারের সব সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অভিনেতার শো কোথায় ছিল এবং আয়োজক কারা, সব তথ্য সংগ্রহের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও লিখিত কোনো অভিযোগ বা মিসিং ডায়েরি করা হয়নি এ ঘটনায়।
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’শোয়ে জয়ের মাধ্যমে কমেডিয়ান খ্যাতি পান সুনীল। স্ট্যান্ড-আপ কমেডি ছাড়াও ‘হাম তুম’, ‘ফির হেরা ফেরি’র মতো বলিউডের কয়েকটি সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন