• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আমাকে অপহরণ করা হয়েছিল: সুনীল পাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪
সুনীল পাল

বেশ কয়েক দিন নিখোঁজ থাকার পর নিরাপদে বাসায় ফিরেছেন বলিউডের কৌতুক অভিনেতা সুনীল পাল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

নেটমাধ্যমে এক ভিডিওতে সুনীল বলেন, আমাকে অপহরণ করা হয়েছিল। আমি এখন ভালো আছি। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার জন্য যারা প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

সোমবার (২ ডিসেম্বর) স্টেজ শো করতে গিয়েছিলেন সুনীল। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। বাধ্য হয়ে স্বামীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতার স্ত্রী সরিতা পালও।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’শোয়ে জয়ের মাধ্যমে কমেডিয়ান খ্যাতি পান সুনীল। স্ট্যান্ড-আপ কমেডি ছাড়াও ‘হাম তুম’, ‘ফির হেরা ফেরি’র মতো বলিউডের কয়েকটি সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টেজ শোর টোপ দিয়ে অভিনেতাকে অপহরণ
অপহরণের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কৌতুকাভিনেতা সুনীল পাল
কৌতুক অভিনেতা সুনীল পাল নিখোঁজ