• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অপহরণের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কৌতুকাভিনেতা সুনীল পাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫
সুনীল পাল

বেশ কয়েক দিন নিখোঁজ থাকার পর নিরাপদে বাসায় ফিরেছেন বলিউডের কৌতুক অভিনেতা সুনীল পাল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। এবার অপহরণের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন সুনীল।

গত ২ ডিসেম্বর মুম্বাইয়ের বাইরে অনুষ্ঠানে যাওয়ার পথেই থেই নিখোঁজ হন তিনি। শুরুতে অপহরণের বিষয়টি গোপন রাখলেও পরে বিষয়টি নিয়ে খোলাসা করেন সুনীল। আপাতত সেই ঘটনার অভিঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই অভিনেতা। পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ের বাড়িতে বসে সুনীল বলেন, গত ২ ডিসেম্বর হরিদ্বারে একটি ফাইভ স্টার হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল আমার। সেখানে যাওয়ার পথেই অপহরণের ঘটনা ঘটে। আমাকে আটকে রেখে ২০ লাখ রুপি দাবি করে অপহরণকারীরা। দর-কষাকষি করে এক পর্যায় ৮ লাখ রুপি মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি।

কৌতুকাভিনেতা বলেন, অনুষ্ঠান করার জন্য আমাকে ৫০ শতাংশ অগ্রিম দেওয়া হয়েছিল। বিমানবন্দরে গাড়ি পাঠানো হয়েছিল। এক ঘণ্টা পরে অন্য গাড়িতে বসতে বলে। আমাকে তখনই বলা হলেঅ, আমি অপহৃত হয়েছি। আমার চোখ বেঁধে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হয়। ওরা আমাকে বলেছিল, ওদের কাছে অস্ত্র রয়েছে। তাই আমার জীবনেরও ঝুঁকি রয়েছে। ওরা ৭-৮ জন ছিল। কেউ কেউ মাদকাসক্ত ছিল। কেউ কেউ খুব চিৎকার করছিল।

মুক্তিপণ বিষয়ে তিনি বলেন, আমার কাছে ২০ লাখ রুপি চাইলে আমি বলি, এত টাকা আমার কাছে নেই। তারপর ওরা ১০ লাখ রুপি মুক্তিপণ নিতে রাজি হয়। আমি বন্ধুদের ফোন করা শুরু করি। অবশেষে মুক্তিপণ হিসেবে ওদের ৮ লাখ রুপি দিই।

সুনীল আরও বলেন, মুক্তিপণ দেওয়ার পর আমাকে দিল্লি-মিরাট রোডে ছেড়ে দিয়ে যান অপহরণকারীরা। সঙ্গে বাড়ি ফেরার জন্য বিশ হাজার টাকাও দিয়ে যান আমাকে।

পুলিশে অভিযোগ প্রসঙ্গে কৌতুকাভিনেতা বলেন, এখনও আমি আতঙ্কে রয়েছি। পুলিশ অভিযোগ দায়ের করতে বলেছে। তবে জানি না অভিযোগ দায়ের করব কি না। ওরা আমাকে কোনো হুমকি দেয়নি। কিন্তু আমি কোনো পদক্ষেপ নিলে পরিবারের ক্ষতি করবে বলে জানিয়েছিল। তাই আমি ভাবার সময় নিচ্ছি। ওই ঘটনা থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ওই ২৪ ঘণ্টাই। এর থেকে বেরোতে সময় লাগবে আমার।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ‘ভালো’ ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা 
স্টেজ শোর টোপ দিয়ে অভিনেতাকে অপহরণ
একের পর এক হুমকি, মুম্বাই ছাড়লেন সালমান
আমাকে অপহরণ করা হয়েছিল: সুনীল পাল