ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

স্টেজ শোর টোপ দিয়ে অভিনেতাকে অপহরণ

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ০৫:৩৯ পিএম


loading/img
মুস্তাক খান

দিল্লি বিমানবন্দর থেকে অপহরণ হন বলিউড অভিনেতা মুস্তাক খান। গত ২০ নভেম্বর স্টেজ শোর টোপ দিয়ে তাকে অপহরণ করা হয়। এরপর টানা ১২ ঘণ্টা অমানবিক নির্যাতন করা হয় অভিনেতাকে। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে এমনটাই জানিয়েছেন মুস্তাকের ব্যবসায়ী পার্টনার শিবাম যাদব। তিনি বলেন, মুশতাককে ২০ নভেম্বর মিরাটের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানের জন্য অগ্রিম সম্মানীও পাঠানো হয়। দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য তাকে গাড়িতে ওঠানো হয়। সেই গাড়ির ড্রাইভার মুস্তাককে একটি নির্জন স্থানে নিয়ে যায়। 

পরে ওই নির্জন স্থানে বন্দি করে টানা ১২ ঘণ্টা ধরে অভিনেতার ওপর নির্যাতন করে অপহরণকারী দল। মুক্তিপণ হিসেবে ১ কোটি রুপি দাবি করে তারা। পরে মুশতাকের ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লাখ রুপি নেয়।  

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দিল্লি-মিরাট হাইওয়ে থেকে অপহৃত হন মুস্তাক। অভিনেতা সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাককেও অপহরণ করেছে দুষ্কৃতকারীরা। এ যেন পুরো বলিউডি সিনেমার স্ক্রিপ্ট। 

প্রসঙ্গত, এর আগে অনুষ্ঠানের টোপ দিয়ে কমেডিয়ান সুনীল পালকে অপহরণ করা হয়। পরে ৮ লাখ রুপির বিনিময়ে ছেড়ে দেওয়া হয় তাকে। 

আরটিভি/এইচএসকে/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |