ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অজিত কুমার

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ০৩:০৯ পিএম


loading/img
অজিত কুমার

দুবাইয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার। মূলত, সেখানে একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু অল্পের জন্য অজিত প্রাণে বাঁচলেও দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে চুরমার হয় তার গাড়ি। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ অংশ নিয়েছেন অজিত। অভিনয়ের বাইরে রেসিংয়েও ভীষণ অনুরাগী তিনি। এবারই প্রথমবার রেসিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা। ফলে আগে থেকে রেসিংয়ের অনুশীলন চলছিল তার।

এ রেসিং প্রতিযোগিতার নিয়ম হচ্ছে ২৪ ঘণ্টা রিলে রেস। প্রতি চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। নিয়ম অনুযায়ী অজিত অনুশীলন করেছিলেন। কিন্তু অনুশীলন শেষ হওয়ার আগেই বিপুল বেগে চলা গাড়িটি পথের ধারে গিয়ে ধাক্কা মারে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যায়, দ্রুতবেগে চলা গাড়িটি ধাক্কা মারে। পরে অভিনেতাকে তাৎক্ষণিক গাড়ি থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, গাড়ি ভাঙচুর হলেও অজিত সুস্থ ও অক্ষত আছেন। 

প্রসঙ্গত, অভিনয়ের বাইরে রেসিং ও মোটরসাইকেল চালানো প্যাশন অজিতের। এর আগে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাকে।


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |