দুবাই ডার্মাতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৬:৫৭ পিএম


দুবাই ডার্মাতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল

বিশ্বের সর্বববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিয়েছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। ত্বক ও চর্মরোগবিদ্যার ক্ষেত্রে বিশ্বের সবচাইতে বড় এই আয়োজনে রিমার্ক এলএলসি ইউএসএর মেডিকেটেড ব্র্যান্ড হিসেবে অংশ নিয়েছে সিওডিল। এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিয়েছে রিমার্ক। সিওডিলের এই প্রতিনিধিত্ব দক্ষিণ এশিয়ার স্কিনকেয়ার খাতের জন্য একটি মাইলফলক।

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) থেকে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (দুবাই ডার্মা) আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। শুরু থেকেই সিওডিলের স্টল ছিল মেলায় অংশ নেওয়া বিশেষজ্ঞ ডাক্তার, টেকনিশিয়ান ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে মেডিকেটেড স্কিনকেয়ার যেসব পণ‌্য বাংলাদেশে উৎপাদিত হচ্ছে তা নিয়ে আলোচনাও ছিল। সিওডিলের কর্মীরা এ সময় দর্শনার্থীদের সামনে পণ‌্য সম্পর্কে বিস্তারিত বিবরণ ও প্রেজেন্টেশন দিতে দেখা গেছে।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, এখানে এসে সিওডিলের স্টলে এসে আমরা অভিভূত। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশে উৎপাদিত পণ‌্য এমন প্রেস্টিজিয়াস প্রদর্শনীতে স্থান পেয়েছে এটা আমাদেরকে গর্বিত করেছে। আমরা আশা করছি সিওডিল তার মান এমনিভাবে অক্ষুণ্ন রেখে বিশ্ব বাজারে অবস্থান নেবে।

বিজ্ঞাপন

ডা. জেসমিন মঞ্জুর বলেন, আমাদের পণ‌্যের এমন প্রদর্শনী আমাদের দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এজন‌্য সিওডিলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ব্র‌্যান্ডের কাছে বাংলাদেশসহ বিশ্ব ডার্মাটোলজি বাজারে প্রত‌্যাশা আরও বেড়ে গেল।

ডা. কিউএম মাহবুবুল্লাহ স্টল পরিদর্শনে এসে বলেন, আমরা আজ অনেকগুলো স্টল দেখেছি, তবে উদ্ভাবনী পণ‌্যের তালিকায় দক্ষিণ এশীয় দেশ থেকে উৎপাদিত হিসেবে সিওডিলকেই এগিয়ে রাখব।

ডা. রাশেদ মাহমুদ খান বলেন, সম্প্রতি মেডিকেল খাতের অন্যতম প্রভাবশালী ‘ওয়ার্ল্ড জার্নাল অব অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড রিভিউস’-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে সিওডিল শীর্ষ নির্ভরযোগ্য স্কিনকেয়ার পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দুবাই ডার্মায় অংশ নেওয়ায় আশা করছি বিশ্ব দরবারে বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র‌্যান্ডের স্কিনকেয়ার পণ‌্যের বড় বাজার তৈরি হবে।

বিজ্ঞাপন

এবারের আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং পৌনে দুই হাজার ব্র্যান্ড অংশ নিচ্ছে। বরাবরের মতো এবারের আয়োজনেও রয়েছে বৈজ্ঞানিক সম্মেলন, চর্মরোগ ও কসমেটিকস এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নানা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কর্মশালা এবং সেমিনার।

এবারের আয়োজনে সিওডিল তাদের পণ্যের প্রদর্শনীসহ ত্বকরোগ ও ত্বক সুরক্ষায় উদ্ভাবিত নতুন পণ্য প্রদর্শন করছে।

সিওডিল এর হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, এবারের দুবাই ডার্মায় উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ সিওডিল। এতে অংশ নিচ্ছেন রিমার্ক এলএলসি ইউএসের প্রতিনিধি অলগা ইয়াকাভেনকা ও ওলা জ্যাজাক্সকাওক্সা। বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই সিওডিলের দুবাই ডার্মায় অংশগ্রহণ। গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ উৎপাদন খাতে বাংলাদেশের সুনাম আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও জানান, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। সিওডিল ছাড়াও রিমার্কের অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। আশা করছি মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকসের বিশ্ববাজারে প্রবেশ করতে পারব আমরা।

তিনি বলেন, ইতোমধ্যে সিওডিল মেডিকেল খাতের অন্যতম প্রভাবশালী ‘ওয়ার্ল্ড জার্নাল অব অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড রিভিউস’-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে সিওডিল শীর্ষ নির্ভরযোগ্য স্কিনকেয়ার পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্কিনের নানা সমস্যার কার্যকরী সমাধান সিওডিল ব্র্যান্ডের পণ্যই দিতে পারে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই রিসার্চ জার্নালে বলা হয়। আশা করছি এ মেলায় গ্লোবাল মার্কেটে সিওডিল কাঙ্ক্ষিত রপ্তানি আদেশ পাবে।

বাংলাদেশে স্কিন কেয়ার ও কসমেটিকসের অথেন্টিক রিটেল শপ হারল্যান স্টোরসহ সব সেলস চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে। হারল্যান স্টোরের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, আন্তর্জাতিক মানের এই পণ্য বাজারে সহজলভ্য ও সাশ্রয়ী করায় সিওডিলকে ধন্যবাদ জানাই। সিওডিল এখন স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রীত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্য দেশে তৈরি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি তৈরি পণ্য শক্ত অবস্থান নিশ্চিত করেছে। দামেও সাশ্রয়ী। অন্য দেশের পণ্য আমদানি হয়ে আসতে আসতে মেয়াদ চলে যায়। তাই গুণগতমান নিশ্চিত এবং দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে সিডিলের কদর বাড়ছে।

উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানা সমস্যার সমাধানে বিশ্ব স্কিন কেয়ার বাজারে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission