দিনশেষে এখন নিজেকে খুব একা মনে হয়: রাজ রিপা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৫:২১ পিএম


দিনশেষে এখন নিজেকে খুব একা মনে হয়: রাজ রিপা
ছবি: সংগৃহীত

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী-গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেওয়ার উজ্জ্বলতম দিন। বছর ঘুরে আবারও এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা।

বিজ্ঞাপন

এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনে লেগেছে আনন্দের ছোঁয়া। অনেকেই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গিয়েছেন নিজেদের গ্রামের বাড়ি। আবার অনেকেই চিরচেনা শহর ঢাকাতেই করেছেন। সেই কাতারে আছেন ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। ঈদ নিয়ে আরটিভির সঙ্গে আলাপ হলো এই অভিনেত্রীর। 

495304609_1632496997404207_5112332884288230070_n

বিজ্ঞাপন

রাজ রিপা বলেন, সব সময় ঈদ আমার গ্রামের বাড়ি খুলনা মোংলায় করা হয়। এবারও ঈচ্ছে ছিল যাওয়ার কিন্তু হুট করেই আমার একজন কাছের মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় যাওয়া সম্ভব হয়নি। 

475009483_1564739487513292_2277380683998927187_n

ছোট বেলার ঈদটা অন্যরকম ছিলো উল্লেখ করে তিনি বলেন, অপেক্ষায় থাকতাম বাবা-মা কখন নতুন জামা নিয়ে আসবে। সেই জামা পড়ে কখন ঘুরতে বের হবো? চাঁদ রাতে সবাই মেহেদী দিতে বসতাম। সবার মাঝেই প্রতিযোগিতা থাকতো কার মেহেদী দেয়া বেশি সুন্দর হয়। এখন সেই বিষয়গুলো অনেক মিস করি। দিনশেষে এখন নিজেকে খুব একা মনে হয় কারণ চাইলেও এখন বাচ্চাদের মতো মজা করতে পারিনা। আগে সালামি নেয়ার জন্য আত্মীয়দের বাড়িতে বাড়িতে যেতাম, না দিলেও জোর করে নিতাম কিন্তু এখন চাইলেও অনেক কিছু করতে পারিনা। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন।

বিজ্ঞাপন

476001151_1571086966878544_6281842337838948952_n

২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ‘ময়না’ শিরোনামের আরেকটি চলচ্চিত্র মুক্তি পায়।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission