ঢাকাWednesday, 23 April 2025, 10 Boishakh 1432

ভুয়া আইডি নিয়ে বিড়ম্বনায় আমিন খান

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ , ০৩:৫০ পিএম


loading/img

 

বিজ্ঞাপন

এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান। ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’সহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বেশ সরব তিনি। তার নিজস্ব একটি ফেসবুক পেজও রয়েছে। কিন্তু ফেসবুক খুললেই দেখা যায় আমিন খান নামের অসংখ্য আইডি এবং পেজ। ভুয়া এসব আইডি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। এমনটাই জানালেন আমিন খান।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আমিন খান বলেন, ‘আমার নামে অনেকগুলো পেজ রয়েছে, আইডিও রয়েছে। কয়েকটা ফেক আইডি এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।  সাইবার সিকিউরিটি টিমকে আমি এরই মধ্যে অভিযোগ জানিয়েছি।’

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে পা রাখেন আমিন খান। এরপর অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেতা। সবশেষ গেল ২৩ সেপ্টেম্বর তার অভিনীত ‘অবতার’ সারাদেশে মুক্তি পেয়েছে। টেলিভিশন নাটক-টেলিফিল্ম নিয়ে দর্শকের সামনে হাজির হতে দেখা যায় তাকে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |