নতুন সম্পর্কে জড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। ভারত ছবিতে সালমান খানের সঙ্গে জুটি হওয়ার পর তাদের ভক্তরা ধরেই নিয়েছিলেন হয়তো এক ছাদের তলায় ঘর বাঁধতে চলেছেন তারা।
কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন সম্পর্কে মজেছেন ক্যাটরিনা। গুঞ্জন শোনা যাচ্ছে, ভিকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা।
এদিকে এক ব্যক্তিকে ছবিসহ ক্যাটরিনা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেন, ‘তুমি একজন স্পেশ্যাল পার্সন। জন্মদিনে তোমায় অনেক ভালোবাসা, শুভেচ্ছা।’
এদিকে ছবির ব্যক্তিটি কে? তিনি ভিকি কৌশল? নাকি অন্য কেউ? ক্যাটরিনার ওই পোস্টের ‘স্পেশাল পার্সন’ আদিত্য রায় কাপুর। শনিবার ছিল আদিত্যর জন্মদিন। জন্মদিনে আদিত্যর সঙ্গে ছবি পোস্ট করে ‘ফিতুর’ কো-স্টারকে ওই স্পেশাল ম্যাসেজ দিয়েছেন ক্যাটরিনা।
২০০৯ সালে ‘লন্ডন ড্রিমস’ ছবি দিয়ে বলি ডেবিউ করেন আদিত্য। এরপর ‘অ্যাকশন রিপ্লে’, ‘গুজারিশ’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তার প্রথম বড় ব্রেক মেলে ‘আশিকি ২’র মাধ্যমে।
এম