ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শাশুড়িকে নিয়ে যে মন্তব্য করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ১২:২৪ পিএম


loading/img
ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দাম্পত্য জীবনে বেশ সুখেই দিন পার করছেন তারা। পাশাপাশি শ্বশুরবাড়িতেও ক্যাটরিনাকে বেশ পছন্দ করেন সবাই। বিশেষ করে অভিনেত্রীর শাশুড়ি।   

বিজ্ঞাপন

এক দিকে পাঞ্জাবি শাশুড়ি, অন্যদিকে বিদেশি বউমা। দুজনের সম্পর্কের সমীকরণ যেন চোখে পড়ার মতো। তাছাড়া ক্যাটরিনাকে বউমা হিসেবে পেয়েও ভীষণ খুশি ভিকির মা।  

বউ-শাশুড়ির এমন মধুর সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করত। শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন। আমি খুব অবাক হতাম। আমি মনে করি শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য উপায় একটাই, কোনোরকম কৌশল অবলম্বন না করা। শাশুড়ির সঙ্গে কৌশলী হতে নেই।  

বিজ্ঞাপন

সম্প্রতি মা এবং বউয়ের নানান বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন ভিকি। অভিনেতা বলেন, আসলে আমরা খুব সাধারণ পরিবার। আর পাঁচটা দম্পতির মতোই থাকি। তবে ক্যাটরিনার খাদ্যাভ্যাস খুব পছন্দ করেন আমার মা। কারণ, ক্যাটরিনা শাকসবজি খেতে ভালোবাসে। মায়ের রান্না করা যেকোনো তরকারি অনায়াসে খেয়ে নেয় ক্যাটরিনা।

অন্যদিকে আমি সবজি খেতে খুব একটা পছন্দ করি না। ছোটবেলা থেকে আমাদের দুই ভাইকে শাকসবজি খাওয়ার কথা বলে বলে এখন প্রায় হাল ছেড়ে দিয়েছে মা। কিন্তু ক্যাটরিনা এসে মায়ের সেই আক্ষেপের জায়গাটা পূরণ করেছে। আর এ কারণেই ওকে খুব পছন্দ করেন মা।

ভিকি আরও বলেন, ক্যাটরিনা আমার চেয়ে বেশি ভেজিটেরিয়ান। পাশাপাশি সাধারণ খাবার পছন্দ করে। ও বাসায় থাকলে আমার মা খুব খুশি হন। কারণ, তিনি আমাদের দুই ভাইকে লাউ ও ঝিঙে খাওয়াতে পারেননি। এখন তার পুত্রবধূ এগুলো প্রতিদিন খায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ক্যাটরিনার সর্বশেষ অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’।

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |