• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কাঁঠালের হালুয়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৪:২০
হালুয়া
ছবি : সংগৃহীত

পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের পাশাপাশি এ ফলের বিচিরও নানা পুষ্টি উপকারিতা রয়েছে। এদিকে, নানা পদের তরকারি রান্নায় কাঁঠালের বিচি ব্যবহার করা হলেও কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কোনো পদ তৈরি করা যায় না বলেই অনেকের ধারণা। কিন্তু কাঁঠালের বিচি দিয়ে নানা ধরনের মিষ্টি খাবারও তৈরি করে খাওয়া যায়। এই মৌসুমে বাজারে পর্যাপ্ত পাওয়া যায় সুমিষ্ট স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত পুষ্টিকর কাঁঠাল। ঈদের দিন ভিন্ন কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন কাঁঠালের হালুয়া।

জেনে নেওয়া যাক রেসিপি—

যা যা লাগবে: কাঁঠালের বিচি ১/২ কেজি, কনডেন্সড মিল্ক ১/২ কৌটা, চিনি আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, এলাচ-দারুচিনি ৩/৪টি, ঘি আধা কাপ এবং জাফরান ভেজানো গোলাপজল পরিমাণমতো।

তৈরি করবেন যেভাবে: প্রথমে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে উপরের লাল আবরণ তুলে ফেলুন। এরপর পরিষ্কার পানিতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে বেটে নিন। কড়াইয়ে ঘি দিয়ে এলাচ, দারুচিনি ও কিশমিশ দিয়ে বাটা কাঁঠালের বিচি দিয়ে দিন। এবার এতে চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে থাকুন। গুঁড়া দুধ ও বাদাম কুচি দিয়ে আবারও নাড়তে থাকুন। খেয়াল রাখুন যেন লেগে না যায়। শুকিয়ে এলে জাফরান ভেজানো গোলাপজল দিয়ে নামিয়ে নিন। একটি ট্রেতে সামান্য ঘি মাখিয়ে নিন। এবার তাতে হালুয়া ঢেলে হাত দিয়ে চেপে সমান করে দিন।

২ ঘণ্টা পর হালুয়া ঠান্ডা হলে পছন্দসই মাপে কেটে পরিবেশন করুন সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই হালুয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঙাস মাছের যত পুষ্টিগুণ
নারকেল তেল নাকি ঘি, কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী
হাঁস নাকি মুরগির ডিম, কোনটি বেশি পুষ্টিকর?
কেউ যেন মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির