টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। তবে গত মাসেই সব গুঞ্জনকে সত্যিতে রূপ দেন মালিক, প্রকাশ্যে আনেন তৃতীয় বিয়ের কথাটি। টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে মডেল সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি।
বিপিএল ছেড়ে এখন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলছেন এই তারকা ক্রিকেটার। যেখানে তার নতুন স্ত্রী সানা জাভেদকে নিয়ে বিব্রতকর ঘটনা ঘটেছে। স্বামী শোয়েব মালিকের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা। সেখানে তাকে দেখে দর্শকরা সানিয়ার নামে স্লোগান দিতে থাকেন।
গত রোববার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের মুখোমুখি হয় মুলতান সুলতান। এই ম্যাচের করাচির হয়ে মাঠে নেমেছিলেন শোয়েব। তার খেলা দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন সানা।
বাউন্ডারির সামনে সানাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই গ্যালারিতে থাকা দর্শকরা সানিয়ার নামে চিৎকার করতে থাকেন। তাতে শোয়েবের নতুন বউ অনেকটাই বিরক্ত হন। ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে।
এরপরই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
সানা জাভেদ শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী। এর আগে তিনি আয়েশা সিদ্দিকী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। প্রথম দুজনের সঙ্গে এখন পাকিস্তানি এই ক্রিকেটারের সম্পর্ক নেই।