গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংকির নির্মাণসামগ্রী অপসারণের সময় অক্সিজেন সংকটে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানী পূর্বপাড়া গ্রামের রেললাইনের পাশে আলমগীর হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ও কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা লিডার রাকিবুল ইসলাম।
দুর্ঘটনায় নিহতরা হলেন চাঁদপুরের সোলাইমান মিয়ার ছেলে নির্মাণশ্রমিক সুমন মিয়া (৪৫) ও তার সহকারী গাইবান্ধা জেলার মো. নাহিদ ইসলাম (২০)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করছিলেন।
কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাশিয়ানী পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছে। আজ ওই দুই শ্রমিক নির্মাণসামগ্রী অপসারণ করতে সেপটিক ট্যাংকির মধ্যে নামেন। এ সময় অক্সিজেন সংকটে তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই ২ শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকির মধ্য থেকে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’
মন্তব্য করুন