ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৫:১১ পিএম


loading/img
তাসনীম ইসলাম প্রেমার পরিবার। ছবি: আরটিভি

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত তরুণী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছেন।  

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চমেক হাসপাতালের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানিয়েছেন, গুরুতর আহত প্রেমার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ আরোহী নিহত হন। যাদের মধ্যে ছিলেন আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল। দুর্ঘটনায় গুরুতর আহত হয় আরাধ্য, কিশোর দুর্জয় মণ্ডল ও তরুণী তাসনীম ইসলাম প্রেমা।

এ দুর্ঘটনায় আহত প্রেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শুক্রবার সকালে প্রেমা মারা যান। প্রেমার মৃত্যুর খবরে তার পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় ঈদের ছুটিতে ঘুরতে যাওয়া ঢাকার মিরপুরের রফিকুল ইসলাম শামীম ও লুৎফুন নাহার সুমি দম্পতি এবং তাদের দুই মেয়ে আনীসা আক্তার (১৪) ও লিয়ানা (৮) প্রাণ হারান। শামীমের ভাগনি তানিফা ইয়াসমিনও নিহত হন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |