চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
রোববার (২২ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনায় মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন পটিয়া উপজেলার বাসিন্দা ও অন্যজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় একজন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে একজন, পার্কভিউ হাসপাতালে ২ জন, ন্যাশনাল হাসপাতালে একজন, মেট্রোপলিটন হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরীতে শনাক্তের সংখ্যা বেশি। করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের।
আরটিভি/এমকে -টি