• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে কিশোরীর আত্মহত্যা
মাদারীপুরের শিবচরে প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে হাফিজা আক্তার (১৪) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাবলাতলা এলাকার হাজী কাইমুদ্দিন শিকদারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।   শুক্রবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন। নিহত হাফিজা ওই গ্রামের চাঁনমিয়া মোল্লার মেয়ে। এবং তিনি চর বাঁচামারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এদিকে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় নিজের বসতঘরের ভেতরে থেকে হাফিজাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কালাম সরদারের বড় ছেলে পিয়ার সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল হাফিজার। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেশ কয়েকবার সালিশ দরবারও হয়েছে এলাকায়। তবে সেখানে চাঁনমিয়া সরদারের বড় ছেলে পিয়ার নিজের দোষ অস্বীকার করলেও তার ছোট ছেলে আলী সরদার সবার সামনে নিজেকে দোষী বলে দাবি করেন এবং ওই মেয়েকে বিয়ে করতে রাজি হন। তবে হাফিজা কোনভাবেই আলীকে বিয়ে করতে রাজি ছিলেন না। হাফিজার দাবি, তাকে নষ্ট করেছে পিয়ার সরদার। তাই সে যদি বিয়ে করে তবে আলীকে নয় পিয়ারকেই করবে। এ দিকে স্থানীয় সালিশ ও পরিবারের লোকজন আলীকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে হাফিজাকে। আর এ কারণেই হাফিজা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা সবার।  অপরদিকে ঘটনার পর থেকেই পালিয়ে রয়েছে পিয়ার হোসেনের পরিবার। তালাবদ্ধ রয়েছে তাদের বসতঘর। এ বিষয়ে নিহত হাফিজার বড় ভাই নাসির মোল্লা বলেন, ‘আমরা এলাকায় ন্যায় বিচার পাইনি। আমার বোন সম্পর্ক করেছে কালাম সরদারের বড় ছেলের পিয়ার হোসেনের সঙ্গে। আমার বোনকে ধর্ষণ করেছে তার বড় ছেলে। অথচ সকলে মিলে বিয়ে দেবে ছোট ছেলে আলীর কাছে। আর এ কারণেই আমার বোন আজ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এই হত্যার ন্যায় বিচার চাই।’ এ বিষয়ে শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, নিহত হাফিজার একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। এখানে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেছে কিনা তা ময়নাতদন্তে রিপোর্ট পেলেই বোঝা যাবে। আরটিভি/এমকে/এআর
শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মেয়েকে পিটিয়ে হত্যা, বাবা পলাতক
পারিবারিক কলহে বাবার হাতে মেয়ে খুন 
বিএনপি নেতা ঠান্ডু চৌধুরী আর নেই
মাদারীপুরের শিবচরের প্রবীণ রাজনীতিবিদ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান ঠান্ডু চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজনৈতিক জীবনে খলিলুর রহমান প্রথমে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুর ১ আসনে (শিবচর) প্রতিদ্বন্দ্বিতা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ফুসফুসে পানি জমে তিনি অনেক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি জানিয়েছেন, খলিলুর রহমান ঠান্ডু চৌধুরীর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনের শুরু থেকেই স্থানীয় বিএনপিতে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আরটিভি/এএএ 
শিবচর প্রেস ক্লাবের কমিটি গঠন
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে শিবচর প্রেস ক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় মধুমতি টাওয়ার ২য় তলায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কার্যকরী কমিটি ঘোষণা করেন শিবচর প্রেসক্লাবের নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বাবুল আশরাফ, সহকারী নির্বাচন কমিশনার মো. আবু বকর মিয়া ও মো. গোলাম মাওলা। এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।  এ সময় বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিবচর প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মো. সিরাজুল ইসলাম (ঢাকা জার্নাল) সভাপতি ও আবুল খায়ের খানকে (বিজয় টিভি ও ভোরের ডাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. খলিল মিয়া, সহসভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, আহসান হাবীব। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক-১ মো. রুবেল মোড়ল, সাংগঠনিক সম্পাদক-২ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক শাহীন বিন আনিছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মশিউর কাজী, আইন বিষয়ক সম্পাদক মো. রাহাত হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক মো. মিরাজ মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন ফরাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. লিটন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিয়াজ রহমান। কার্যকরী সদস্য- সবুজ হাওলাদার, মো. মাহবুবু রহমান ফিরোজ, সুমন খালাসী, শ্রী বিপ্লব চন্দ্র দাস, ইকবাল হোসেন ঢালী, মো. গোলাম মাওলা, তানভীর হাসান। এছাড়া সদস্য হিসেবে আছেন আরও ১১ জন সংবাদ কর্মী।  নতুন এই কমিটি প্রকাশের পরপরই উপজেলা বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানান। আরটিভি/এএএ 
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, হাত-পা বিচ্ছিন্ন শিশুর
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।   বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মিথিলা আক্তার শিবচর উপজেলার চর বাচামা এলাকার মইজউদ্দিন মাদবরের কান্দি গ্রামের বিলাল সরদারের মেয়ে। হাত-পা বিচ্ছিন্ন গুরুতর আহত শিশু আয়শা আক্তার একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১১ মাসের ভাগনি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে রেললাইনে ঘুরতে বের হয় খালা মিথিলাসহ পরিবারের বেশ কয়েকজন। রেল লাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় অসাবধানতাবশত ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মিথিলা এবং তার কোলে থাকা ১১ মাসের আয়শার হাত-পা বিচ্ছিন্ন হয়।  পরে আহত শিশুকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় নিহত কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় তার ভাগনিকে ঢাকায় পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এস
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চর—বাচামারা এলাকায় পুকুরে ডুবে শাপলা আক্তার (৫) ও আব্দুর রহিম (৩) নামের আপন দুই সহোদরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চর বাচামারা এলাকার করম আলী হাজীরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত দুজনেই হলেন ওই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও মেয়ে।  পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১১টার দিকে শিশু আব্দুর রহিম ও সাফানা আক্তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত ছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমরা শুনেছি দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। আরটিভি/এএএ   
ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ, আওয়ামী লীগের যেসব  সন্ত্রাসী এই এলাকায় রাজত্ব করেছে, তারা সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে আমরা মনে করছি এ অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ। শনিবার (২৩ নভেম্বর) মাদারীপুরের শিবচরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। নাছির উদ্দিন বলেন, সাড়ে ১৫ বছর শেখ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করেছে তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা এবং মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ) সদস্যসচিব সাইদুর রহমান ব্যাপারী ছাত্রদলের শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান শিহাব, সদস্যসচিব রিয়াজ গোমস্তাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ-টি
ক্ষমতা পরিবর্তন হয়েছে, তবে দেশে শান্তি ফিরে আসেনি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে ক্ষমতা পরিবর্তন হয়েছে। তবে দেশে শান্তি ফিরে আসে নাই। অপরাধ, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ হয়নি। শনিবার বিকেলে (১৬ নভেম্বর) মাদারীপুরের শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটের মাঠে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টাদের জনগণ মেনে নেয়নি। তাদের দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, তা দেশবাসী প্রত্যাশা করে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আগামী এক বা দেড় বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা উচিত। তাদের সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে বলা উচিত। কারণ সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নির্বাচনের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাই পরিষ্কার করা জরুরি।  অন্তর্বর্তী সরকারকে একটি নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতা ও অপলাপের জন্ম দেয়। তা রোধ করার জন্য নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ, তার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সবার জন্য কাজ করা সহজ হবে। ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জেলা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আরটিভি/এমএ-টি