• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ, আওয়ামী লীগের যেসব  সন্ত্রাসী এই এলাকায় রাজত্ব করেছে, তারা সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে আমরা মনে করছি এ অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ। শনিবার (২৩ নভেম্বর) মাদারীপুরের শিবচরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। নাছির উদ্দিন বলেন, সাড়ে ১৫ বছর শেখ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করেছে তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা এবং মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ) সদস্যসচিব সাইদুর রহমান ব্যাপারী ছাত্রদলের শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান শিহাব, সদস্যসচিব রিয়াজ গোমস্তাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ-টি
ক্ষমতা পরিবর্তন হয়েছে, তবে দেশে শান্তি ফিরে আসেনি: চরমোনাই পীর
শিবচরে প্রতিপক্ষের ওপর বোমা হামলা, আহত ৩
শিবচরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছেন নারীরাও
আড়িয়াল খাঁ নদে ভেসে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ
শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাত, আহতদের নেওয়া হলো ঢাকা মেডিকেলে
মাদারীপুর শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার নামের দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিবচর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরশামাইল এলাকায় এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন। আহত শাহজালাল মোল্লা (৩৫) চরশামাইল এলাকায় আবদুল হাকিম মোল্লার ছেলে এবং ইসমাইল সরদার (৩৭) একই এলাকার হালিম সরদারের ছেলে। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।  জানা যায়, শিবচর পৌরসভার চরশামাইল এলাকার শাহজালাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল একই এলাকার শাহিন মোল্লার। শাহিন মোল্লা ওই এলাকার আমিন মোল্লার ছেলে। সোমবার রাতে ওই এলাকায় ক্যারাম বোর্ড খেলছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার। এ সময় সেখানে অটোভ্যানে করে উপস্থিত হয় শাহিন মোল্লাসহ চার পাঁচজনের একটি দল। তারা অটো থেকে নেমেই পরিকল্পিতভাবে শাহজালাল মোল্লার পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। ছাড়াতে গেলে ইসমাইল সরদারের উরুতেও ছুরি দিয়ে কোপ মারে। দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। আহত শাহজালাল মোল্লার ছোট ভাই আলামিন মোল্লা বলেন, ‘শাহিন মোল্লা ছাত্রলীগ করতো। আমি বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লার ছবিসহ ব্যানার টাঙিয়েছি। সেই ব্যানার ছিঁড়ে ফেলার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছিল সে। কিন্তু ছিঁড়তে না পেরে ক্যারাম বোর্ড খেলার সময় আমার ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর যখন করে।’  এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, ‘এ বিষয়ে দুপক্ষই থানায় অভিযোগ করেছে আমরা রাতেই সেনাবাহিনীসহ যৌথ অভিযান করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আরটিভি/এমকে
শিশু ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচ্চর এলাকা থেকে রনি মোল্লাকে গ্রেপ্তার করা হয়।  সোমবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের র‌্যাব ৮। গ্রেপ্তার রনি মোল্লা জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে। র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে রনি। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে শিবচর উপজেলার পাচ্চর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মীর মনির জানান, আসামিকে শিবচর উপজেলার পাঁচ্চর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেপ্তাকৃতকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এফআই/এসএ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ কলেজছাত্রের
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় সীমান্ত নামের আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।  মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।  নিহত দুই শিক্ষার্থী হলেন—পার্থ শীল (২০) উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অনয় দাস (২০) পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে। এছাড়া আহত সীমান্তের বাড়ি পাঁচ্চর এলাকায়। হতাহতরা সবাই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাস শেষে মোটরসাইকেলে করে ৩ বন্ধু বাড়ি ফিরছিলেন। তারা বন্দরখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পার্থ ও অনয়। পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  আরটিভি/এএএ
ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
মাদারীপুরের শিবচরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।  শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পাঁচ্চরের সোনাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী ওই ব্যবসায়ী কমল বণিক (৫৫) সোনাপট্টি এলাকার অনিল বণিকের ছেলে। স্থানীয়রা জানান, পাঁচ্চর বাজারের মুদিখানা ব্যবসায়ী কমল বণিক প্রতিদিনের ন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়িসংলগ্ন মন্দিরে প্রণাম করার সময় চার-পাঁচজনের একটি ছিনতাইকারী দল মাথায় হাতুড়িপেটা করে ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে এবং ব্যবসায়ী কমল বণিককে গুরুতর আহত করে। পরে আহত ব্যক্তিকে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কে অবস্থিত শাহ্ নেছার নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরটিভি/এএএ-টি
মা ইলিশ রক্ষায় অভিযান, পদ্মা নদী থে‌কে আটক ৫
মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোররাত পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম এ অভিযান চালায়।   নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়। রাতভর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ৬ কেজি ইলিশ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রথম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।  আরটিভি/আইএম
বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষ, অতঃপর... 
মাদারীপুরে বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।  শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার সিডি রোড এলাকার ফাতেমাতুজ জোহরার সঙ্গে মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর বিয়ে হয়। শনিবার দুপুরে বরের বাড়িতে আয়োজন হয় বৌভাত অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়াকে। দুপুরে খাবারের সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান তিনি। এ সময় বরপক্ষের লোকজনের সঙ্গে সুরুজের তর্ক হয়। একপর্যায়ে সঙ্গে থাকা লোকজন নিয়ে বরের লোকজনের ওপর হামলা চালান সুরুজ। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে হেময়াতে ঢালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ-টি