• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়। যা এখনও চলমান। নিহতের নাম আক্তার সিকদার। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। জানা গেছে, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।  এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আরটিভি/আইএম/এস
হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
ঘরে মিলল ১২ তাজা ককটেল
সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের
গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ আটক ১
মাদারীপুরের কালকিনিতে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাসিরের বাড়ি কুমিল্লাতে। তিনি বাচ্চু কাজীর ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। পরে একটি বাড়িতে অভিযানের সময় তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এগুলো নিস্ক্রিয় করা হবে।
কালকিনিতে জিহাদের বাড়িতে শোক
ঢাকার বেইলি রোডে আগুনে পুড়ে মারা যাওয়া জিহাদ শিকদার (১৯) পরিবারে চলছে মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। জিহাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে। তিনি ওই গ্রামের জাকির শিকদারের ছেলে। স্থানীয়রা জানান, তিন বছর আগে জিহাদ শিকদার পরিবারের হাল ধরতে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে কাজ নেন। তার আয়ে চলতো তাদের সংসার। এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে সবসময় পাশে থাকবে প্রশাসন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে নারী-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪১ জনের মরদেহ শনাক্ত হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে হস্তান্তর করা হয়েছে ৩৮টি মরদেহ।
কালকিনিতে মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১
মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে নেছার উদ্দিন নামে একজন নিহত হয়েছে।  রোববার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ জানায়, মাদারীপুরের কালকিনি উপজেলার নেছার উদ্দিন নামে এক ব্যক্তি কালকিনি উপজেলা সদর থেকে মাদারীপুরে যাচ্ছিলেন। এ সময় কালকিনি-ভুরঘাটা সড়কের চক্ষু হাসপাতালের সামনে আসলে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নেসার মারা যান।   বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান।  তিনি জানান, নিহত নেসার কালকিনি উপজেলার মিনাজদী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রাটি স্থানীয় জনতা আগুন ধরিয়ে দেয়।
মাদারীপুর-৩ / গোলাপকে হারিয়ে তাহমিনা জয়ী
মাদারীপুর-৩ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাত ৯টা ১০ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এ ফল ঘোষণা করেন। এতে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা ৩৪ হাজার ৬৬২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এরপরই কালকিনি পৌরশহরে আনন্দমিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. আবদুল খালেক পেয়েছেন ৫৩৩, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার পেয়েছেন ৪৩৪, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী পেয়েছেন ১৯৩ ও কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট। কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। প্রসঙ্গত, পরাজিত আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক। বিজয়ী তাহমিনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।