মাদারীপুরের কালকিনিতে সাপের ছোবলে মো. ফরহাদ সিকদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে কোন সাপ তাকে ছোবল দিয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরহাদ মাদারীপুরের কালকিনি উপজেলার জাইহীর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
খালেকের ভাই সোহেল রানা বলেন, আমার ভাই কৃষি কাজ করত। বিকেলে ঘরের একটি ফার্নিচার মেরামত করার সময় নিজ ঘরের ভেতরেই একটি কালো রঙের সাপ তাকে ছোবল দেয়। পরে খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
চিকিৎসকের বরাত দিয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/এএএ