• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
মাদারীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২০
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পুরাতন ট্রলারঘাটে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভূঁইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষকালে ৫ জন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিফাত ঢালী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা, সুমন খান, রমজান আলী সজল, কনস্টেবল নুরুল ইসলাম খান ও কামরুল ইসলাম খান। বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বেশ কয়েকজন আহতও আছে। এছাড়া এলাকায় উত্তেজনা বিরাজমান থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি/এসএইচএম
‘আমিরাতের মতো বাংলাদেশেও অপরাধীদের দ্রুত বিচার হবে’
দুই শিশুকে হত্যার পর পাশেই বসে ছিলেন মা
এবার আবেদ আলীর ছেলে ডাসার উপজেলা ছাত্রলীগের পদও হারালেন 
স্কুলের টয়লেটে রুদ্ধশ্বাস ৬ ঘণ্টা
মাদারীপুরে বোমা বিস্ফোরণ, পুলিশি অভিযানে গ্রেপ্তার ২
মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   শনিবার (১১ মে) ভোরে মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে সাখাওয়াত ফকির ওরফে শওকত (৩০) ও একই গ্রামের রহিম ফকিরের ছেলে হাবিব ফকির (২৫)।   স্থানীয়রা জানান, গত ৮ মে অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। ওইদিন দুপুরে মোস্তফাপুর ইউনিয়নের ৯৫ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় অর্ধশত ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন অন্তত ১০ জন।  এ ঘটনায় আহত একজনের স্ত্রী বাদী হয়ে শুক্রবার (১০ মে) রাতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনের নামে সদর মডেল থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।  পরে অভিযান চালিয়ে শনিবার ভোরে হাবিব ও সাখাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাদের পাঠানো হয় আদালতে। পরে শুনানি শেষে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন। তিনি বলেন, মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
মাদারীপুরের সদরে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান সেতুর টোলপ্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আলী বালীর ছেলে রিফাত বালী (১৯), একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃধার মোড় এলাকার মুক্তার সরদারের ছেলে মারুফ সরদার (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মাদারীপুর শহর থেকে মঠের বাজারের দিকে রিফাত বালী তার সঙ্গে মারুফ সরদারকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিফাত বালী মারা যায়। পরে স্থানীয়রা আহত মারুফ সরদারকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।