• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
নরসিংদীর পলাশে নার্গিস বেগম (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাজৈর গ্রামের এক শ্রমিক কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম। নিহত নার্গিস বেগম ও তার স্বামী রকিব (২৩) মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানায়।  তারা কাজৈর গ্রামের ইটভাটার কলোনীতে থাকতেন এবং স্বামী রকিব বাসার পাশের ইটভাটায় শ্রমিকের কাজ করেন। স্থানীয়রা জানান, রকিব মিয়া (২৩) ও তার স্ত্রী নার্গিস বেগম ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি ইটভাটার কলোনীতে বসবাস করতেন। এই কলোনী থেকেই আবদুস সাদেকের মালিকানাধীন এম এইচবি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তার স্ত্রী নার্গিস বেগমকে রেখে ইটভাটায় কাজ করতে যান। পরে দুপুর ১২টার দিকে খাবার খেতে ইটভাটার কলোনীতে যান রকিব।  সেখানে যাওয়ার পর ঘরের ভেতর দরজা লাগানো দেখে তার স্ত্রীকে ডাকতে থাকেন। কিন্তু বেশ কয়েকবার ডাকার পরও তার স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ। এ ঘটনার পর কলোনীর প্রতিবেশীরা ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেয় তার স্বামী। পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় নার্গিস বেগমের মরদেহ উদ্ধার করে। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বলেন, নিহত নার্গিসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রকিব ও তার বাবাকে থানায় নেওয়া হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে-টি
এক জমি চারজনের কাছে বিক্রি, আ.লীগ নেতা কারাগারে
ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর
স্ত্রী বাড়ি না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর...
সড়কের ইট তুলে দেয়াল নির্মাণের অভিযোগ
মাফিয়া সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে: খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনও পালায়নি। তারা এখনও দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনো দিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তন্তর করুন। ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ। পরে বিজয়ী দল ও পরাজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। আরটিভি/ এমএ
নরসিংদীতে বাজার নিয়ন্ত্রণে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় জেলা প্রশাসক বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা দেন। বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস, ১২০ টাকা ডজনে মুরগির ডিম বিক্রি হচ্ছে। এ ছাড়াও মাছ সাধারণ বাজারের তুলনায় প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। শাক-সবজির মধ্যে লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লালশাক ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা , শিম ৮০ থেকে ১২০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে নতুন এই বাজারে গরুর মাংস, মাছ ও ডিমসহ বিভিন্ন শাকসবজির ন্যায্যমূল্য পেয়ে খুশি সাধারণ মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, সপ্তাহের প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর পার্কে বাজারটি চলমান থাকবে। এ ছাড়াও প্রতিটি উপজেলায় এ বাজার চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমএ/এসএ
নরসিংদীর পলাশে যুবদল নেতা গুলিবিদ্ধ
নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মিয়াকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া ওই ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হন বাদল মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তকরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এআর-টি
রায়পুরায় ম্যারাথনে অংশ নিলেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ
নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল রায়পুরা ম্যারাথন।  শুক্রবার (৮ নভেম্বর) ভোর হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭০০ জন দৌড়বিদ। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথ ভাবে আয়োজন করে এ ম্যারাথনের।  এ ম্যারাথনে অংশ নিতে জড়োহন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ জন দৌড়বিদ।  শুক্রবার ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন আগে থেকেই রেজিস্ট্রেশন করা এসব দৌড়বিদ। বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। এর আগে রায়পুরায় আনুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৭০০ জন দৌড়বিদ শুরু করেন দৌড়। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার ১০০ জন, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ৩০০ জন ও ১০ কিলোমিটার ম্যারাথনেও ৩০০ জন মিলিয়ে মোট ৭০০ দৌড়বিদ অংশ নেন। সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানালেন এ ম্যারাথনে অংশগ্রহণকারীরা। দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্বপালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফিরতি হয়ে রায়পুরা উপজেলা পরিষদ এসে শেষ হয় এ দৌড়। পরে বিজয়ীরা পান মেডেল, সনদ ও গাছের চারা। এছাড়া তিন ক্যাটাগরিতে মোট ৯ জনকে দেয়া হয় পুরস্কার। আয়োজক কমিটি রায়পুরা ম্যারাথন এর সভাপতি মো. আক্তারুজ্জামান জানায়, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান তিনি।  তিনি আরও বলেন, যারা দৌড়বিদ তারা কখনো খারাপ পথে যেতে পারে না। তাই সকল যুবকসহ সকল শ্রেণির জনগণকে দৌড়বিদ হওয়ার আহ্বান জানান। এতে শরীর সুস্থ ও মন ভালো থাকবে। ম্যারাথন উপলক্ষে ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেসক্লাব। আরটিভি/এএএ
নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ২
নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কার্ভাড ভ্যানের চালক জসিম (৪৫) ও ভাড়ার শর্তে কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া (৫৭) নামে ২ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে ডিবি অফিসে সংবাদ সম্মেলন করে নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।  বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ ওই ২ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত চালক জসিম উদ্দিন বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে এবং কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে। নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমরা গোপন সূত্রে খবর পাই যে, সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান স্যারের নির্দেশক্রমে আমরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকার শহীদ মিনার নামকস্থানে অবস্থান নেই। এ সময় ঢাকাগামী মাঝারি আকারের একটি কার্ভাড ভ্যানের গতিরোধ করলে এতে থাকা চালক ও অপর ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় কার্ভাড ভ্যানটির পেছনের ঢালা খুলে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে কার্ভাড ভ্যানসহ চালক ও অপর ব্যক্তিকে আটক করে নরসিংদী ডিবি পুলিশের কার্যালয়ের নিয়ে আসা হয়।  তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া ওই সব প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। পারভেজ নামে চকবাজারের এক ব্যক্তির সঙ্গে মোবাইলে ভাড়ার চুক্তি হয়। সে অনুসারে এসব পণ্য শান্তিগজ্ঞ থেকে কার্ভাডভ্যানে বোঝাই করে ঢাকার চকবাজার নিয়ে যাচ্ছে। তবে এ সব প্রসাধনী সামগ্রী ও পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেনি আটককৃত ব্যক্তিরা। ওসি এস এম কামারুজ্জামান আরও বলেন, আটককৃত ভারতীয় এ সকল প্রসাধনী সামগ্রী ও পণ্যের কাভার্ড ভ্যানসহ আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। আরটিভি/এমএ
জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, না হলে সড়কে নেমে আসবে: খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খোকন বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, সেই সুযোগ আর হবে না। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে, পেছনের দরজা নয়, জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে। তিনি বলেন, এরশাদ-জাতীয় পার্টি একটি কুলাঙ্গার। তারা আওয়ামী লীগের সব অপকর্মের সঙ্গী ছিলেন। হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকার, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। আরটিভি/এএএ/এসএ