ঈদে কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতা জুয়েলের জনসংযোগ 

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০১:২১ এএম


ঈদে কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতা জুয়েলের জনসংযোগ 
কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের জনসংযোগ  ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজ জন্মভূমিতে জনসংযোগ এবং সামাজিক নানান কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। 

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) থেকে মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত এসব কর্মসূচি করেন জুয়েল। কর্মসূচির মধ্যে ছিল ঈদ শুভেচ্ছা বিনিময়, বৃক্ষরোপণ, ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ প্রভৃতি।

যুবদল নেতা জুয়েল দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। দৌলতপুর উপজেলায় চলতি জুন মাসে ৫ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এ ছাড়া, খেলাধুলার বিকাশে উপজেলার একমাত্র হোসনাবাদ ফুটবল একাডেমিতে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল উপহার দেন। 

অন্যদিকে, জুয়েলের পক্ষ থেকে খলিসাকুন্ডি ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী মসজিদে ফ্যান প্রদান করা হয়। 

এ ছাড়া, আরিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন জুয়েল।

বিজ্ঞাপন

0

বিজ্ঞাপন

এসব অনুষ্ঠানে শরীফ উদ্দিন জুয়েলের সাথে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, আবিদ হাসান সরকার মন্টি, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান নান্নু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সুমন, কেন্দ্রীয় কৃষক দল নেতা আখতারুজ্জামান সজল, জেলা যুবদল নেতা রাশেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বজলুর রহমান, মহিলা দলের নেত্রী সুরাইয়া আক্তার কাজলি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission