• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
‘আমার মৃত্যুর জন্য জাহেদা দায়ী, জীবনটা নষ্ট করেছে কাওছার’
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক আসামীকে হাতকড়াসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়াও রাতে থানার ওসিকে বদলি করা হয়েছে। এ ঘটনায় মাদক উদ্ধার ও আসামী ছিনতাইয়ের মামলা করেছে পুলিশ। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। জানা যায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে বাড়ি থেকে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ি আটকে আসামি ছিনতাই করে।                                                                                                                                     প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল, এসআই আরিফসহ ৬ সদস্যের পুলিশের একটি টিম অভিযানে যাওয়ার পর এ ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।  এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামী ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে খোঁজা হচ্ছে। আরটিভি/এমকে
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল মা-মেয়ের 
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র
সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি 
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ব্যবসায়ীদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।  এতে ব্যবসায়ী ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  অন্যান্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক। এর আগে গেল বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙ্গে দেওয়া হয়।  কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশের ডাক দিলে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন। এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল দ্বন্দ্ব নিরসন হবে বলে ধারণা ব্যবসায়ীদের। আরটিভি/এএএ  
ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের নামে চুরি ও ভাঙচুরের মামলা
বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে হামলা, মোবাইলফোন চুরি ও ভাঙচুরের অভিযোগে সদ্য নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজসহ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২২০ জনকে। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় মামলাটি করেছেন ৪ আগস্ট সরকার পতনের মিছিলে হামলায় আহত ছাত্র রিয়াদের পিতা আব্দুল কুদ্দুস।  তিনি উত্তর তিলাই গ্রামের বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য। মামলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার পিতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটনসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের নাম রয়েছে। আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মাইনুল ইসলাম লিটন, জাতীয় পার্টি সমর্থিত সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন ও আসামির তালিকায় রয়েছে। এ মামলায় ইতোমধ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী মুকুল (৫৫), আব্দুর রহিম (৬০), ছাত্রলীগের আশরাফুল (৩০) ও শাহীন আলমকে (২৭) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।  মামলার এজাহারে বলা হয়েছে, বিবাদীরা গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসার সময় দু’দফা হামলা চালিয়ে বাদীর ছেলে রিয়াদসহ কয়েকজন ছাত্রকে আহত করে এবং ৫টি মোবাইল ফোন চুরি ও মিছিলে ব্যবহৃত মাইক ভাঙচুর করে। এ ব্যাপারে মামলার বাদী আব্দুল কুদ্দুসের সঙ্গে কয়েক-দফা যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি। জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন জানান, তার ছেলে আহত হবার কারণে অভিভাবক হিসাবে তিনি মামলা করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে দলীয় ভূমিকা নির্ধারণ করা হবে।  ওসির দায়িত্বপ্রাপ্ত এস আই আশরাফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।  আরটিভি/এএএ/এআর
মহানবি (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, কুড়িগ্রামে যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মো. জুবায়ের ইসলাম সাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পু‌লিশ। রোববার (১৩ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান। স্থানীয়রা জানান, সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবি হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। তার ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, সাজু নামে সেই কটূক্তিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। আরটিভি/এমকে/এসএ
সীমান্তে ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৪৮)।   বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাকে আটক করে।  মোজাফফর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি এলাকার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মোজাফফরকে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।  বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু'জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এমন তথ্যের ভিত্তিতে  বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দুজন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এ সময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়। তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে। আরটিভি/এফআই
সোনাহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১২ আগস্ট) বিকেলে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০০৯ এর নিকটবর্তী ভারতীয় অংশে সোনাহাট এলসিএস নামক স্থানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় সৌজন্য পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুনিল সৈবাম, ৩১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অজয় কুমার সিং এবং ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অজিত কুমার।  পতাকা বৈঠকে উভয় কমান্ডাররা কুশল বিনিময় শেষে বিএসএফের কমান্ডারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের লোক যাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে নজরদারি রাখার জন্য জানানো হয়।  এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক মো. মাসুদুর রহমান বলেন, সীমান্তে বিজিবি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এ ছাড়াও সীমান্তে গুলি, হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উভয়ের মধ্যে আলোচনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সম্মতি জানানো হয়।
কুড়িগ্রামে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে বাধন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি গ্রামের অষ্টমির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  বাধন ওই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।  এলাকাবাসী জানায়, বাধন দীর্ঘদিন থেকে মাদক গ্রহণ করতেন। মাদক থেকে দূরে রাখতে তার বাবা ও এলাকাবাসী অনেক চেষ্টা করার পরও তাকে নেশা থেকে ফেরাতে পারেননি। শুক্রবার (২৮ জুন) সকালে বাড়িতে টাকা চায় বাধন। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে ঢুকে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাধন। এ সময় বাড়ির লোকজন রশি কেটে বাধনকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। পরে দুপুরের দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে পুনরায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাধন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।