• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
ডাকাতদের চিনে ফেলায় যুবককে হত্যা
বিএসএফের গুলিতে ফুটো হলো রান্নাঘরের চাল
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো হয়ে গেছে। পরে ঘরের মেঝে থেকে বুলেটটি উদ্ধার করে বিজিবির সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশের একটি বাড়িতে।  সোমবার (১৩ মে) সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এ ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কেটে নেওয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রোববার (১২ মে) বিকেলে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করেন। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যরাও তাদের পিছু নিয়ে প্রায় ৩০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত ভারতের ভেতরে চলে যান বিএসএফের ওই সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ।  তিনি বলেন, ‘এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং।’ তিনি আরও বলেন, ‘বৈঠকে সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসিটিভির ফুটেজ পর্যালোচনাপূর্বক মঙ্গলবার আবারও পতাকা বৈঠকের মাধ্যমে গুলিবর্ষণের কারণ জানাতে চেয়েছে।’
কুড়িগ্রামে কুকুরের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
অভিমান করে নিজেকে শেষ করলেন এক বৃদ্ধ