ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৭:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ওই নেতার নাম সালেকুর রহমানকে (৩৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সালেকুর নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সালেকুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |