কুড়িগ্রামের চিলমারীর লালচামার চরগ্রামে টয়লেটে যাওয়ার পথে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কৃষকের নাম আযম আলী (৩৫)। তিনি ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২০ এপ্রিল) ভোররাতে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকার কৃষক আযম আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্ধকারে তার নিজ বাড়ির পাশে টয়লেটে যাচ্ছিলেন। এ সময় অন্ধকারে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে প্রবেশ করে। এতে তিনি চিৎকার করে উঠেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আযম আলীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপের কামড়ে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি আবু সায়েম মিয়া।