• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
রাজারহাটে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পূজামণ্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন আরও ৫ যুবক। বুধবার (৯ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট মন্দিরে এ ঘটনা ঘটে।  আটক নুরুজ্জামান পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার রাত ১২টার দিকে মন্দিরের পিছন থেকে ৫-৬ জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা যুবকদের ধাওয়া করে নুরুজ্জামানকে আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পরে ওই যুবককে পুলিশে দেওয়া হয়।  রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আটক যুবক পূজামণ্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা অপর ৫ যুবকের নামও বলেছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে বৃহস্পতিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এসএ   
ঘরে বসে টেলিস্কোপ তৈরি করল কিশোর ফারাবী 
কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
রাজারহাটে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম কাঁপছে ৯ ডিগ্রি সেলসিয়াসে