• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা
রাজারহাটে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটের চায়না বাজার এলাকার সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১নং ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়না বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শতশত অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা।   এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম, খরকু রহমান, বিদ্যালয়ের জমিদাতা নিতেন চন্দ্র রায় ও রাজারহাট ঘড়িয়াল ডাঙা যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।   মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের প্রতিষ্ঠানে সভাপতি আ. লীগ নেতা আবুল কাসেমের সহযোগিতায় ল্যাব এসিসটেন্ট, আয়া ও সুইপার পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানসহ বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের বিভিন্ন ফিস উচ্চহারে নিয়ম-বহির্ভূতভাবে নেয়ার নিন্দা জানান। সেইসঙ্গে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত বিচার দাবি করেন। আরটিভি/এএএ  
পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক
ঘরে বসে টেলিস্কোপ তৈরি করল কিশোর ফারাবী 
কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
রাজারহাটে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম কাঁপছে ৯ ডিগ্রি সেলসিয়াসে
কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন-আয়ের মানুষজন পড়েছেন বিপাকে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ ব্যাপারে তথ্য নিশ্চিত করেন জেলার রাজারহাট কৃষি আবহওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।  এর ফলে জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করেন।  এদিকে, জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন মৃদু শৈত্য প্রবাহের কারনে সকল মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।সেই সাথে সকল শিক্ষার্থীকে বাসায় বসে পড়াশুনা করার নির্দেশ প্রদান করেন। এ অবস্থায় হাঁড় কাঁপানো কনকনে ঠান্ডায় জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত ঠান্ডায় প্রভাবে মানুষজন পড়েছেন বিপাকে। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। সকাল থেকে কুড়িগ্রামের জেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলেও পরে সাড়ে ১০টার দিকে জেলা প্রাথমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সাময়িক ছুটি ঘোষণা করে।  এদিকে, গত এক সপ্তাহের হাঁড় কাঁপানো ঠান্ডায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। এতবেশি ঠান্ডায় কাজে যেতে দেরি হচ্ছে শ্রমজীবীদের। নদনদী তীরবর্তী মানুষজনও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন।