• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: আমির খসরু
ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিলো বিএসটিআই
কুড়িগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স অভিযানে একটি পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার তেল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এতে উলিপুরের সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মিলিলিটার এবং অকটেন পরিমাপে ২২০ মিলিলিটার কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংক লড়ির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।  এ সময় রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেট্রোলজি মো. মাছুদুল হকের নেতৃত্বে সন্দীপ দাসসহ মেট্রোলজি বিভাগের পরীক্ষকগণ উপস্থিত ছিলেন।  সহকারী পরিচালক মাছুদুল হক বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ 
কুড়িগ্রামের উলিপু‌রে বজ্রপা‌তে ২ জনের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছেলের চিৎকার শুনে বাঁচাতে গেলেন বাবা, প্রাণ গেল দুজনেরই
কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৮
নৌকায় জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ৫ বছরের জেল
কুড়িগ্রাম-৩ আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রকে (২২) ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।  রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চবিদ্যালয় ১১১ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটে।  জানা গেছে, ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের পুত্র মাহাতাব হোসেন রুদ্র নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা-২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।  আদালতের সামনে দোষ স্বীকার করায় বিজ্ঞ বিচারক মাহাতাব হোসেনকে ৫ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাহাতাব হোসেন রুদ্র এবং প্রত্যাহারকৃত প্রিসাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।