• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চিলমারীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২৪, ০০:০৯
চিলমারীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীর লালচামার চরগ্রামে টয়লেটে যাওয়ার পথে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কৃষকের নাম আযম আলী (৩৫)। তিনি ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২০ এপ্রিল) ভোররাতে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকার কৃষক আযম আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্ধকারে তার নিজ বাড়ির পাশে টয়লেটে যাচ্ছিলেন। এ সময় অন্ধকারে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে প্রবেশ করে। এতে তিনি চিৎকার করে উঠেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আযম আলীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপের কামড়ে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি আবু সায়েম মিয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার মৃত্যুর জন্য জাহেদা দায়ী, জীবনটা নষ্ট করেছে কাওছার’
কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার