ঢাকাSaturday, 28 June 2025, 14 Ashaŗh 1432

​আজান টুইট করলেন সনু নিগম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৩ এপ্রিল ২০১৭ , ০২:০৪ পিএম


loading/img

‘সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। আমি মুসলিম নই, কিন্তু প্রতি সকালে আজানের শব্দে আমার ঘুম ভাঙে। ভারতে ধর্মের নামে এ জুলুমের শেষ হবে কবে?’ গেলো সোমবার ভোরে সনু নিগম নিজের টুইটারে এ কথা লিখে স্বীকার হয়েছেন তুমুল সমালোচনার। এবার সনুই আজান টুইট করলেন নিজের টুইটারে।

বিজ্ঞাপন

আজান নিয়ে বিতর্কিত টুইটে তার বিরুদ্ধে ফতোয়াও জারি করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংগঠনের সহ সভাপতি। ফতোয়ায় বলা হয়- সনু নিগামকে কেউ চুল কামিয়ে মাথায় জুতোর মালা পরিয়ে ঘোরায়, তাহলে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এরপর নিজেই চুল কামিয়ে সেই মুসলিম নেতাকে পাল্টা চ্যালেঞ্জও জানান গায়ক। সেখানেই থামেনি বিতর্ক।

সবশেষ রোববার ভোরে নিজের টুইটার অ্যাকাউন্টে আজান রেকর্ড করে পোস্ট করেন সনু । তবে কোথায়, কখন, কবে এ আজান রেকর্ড করেছিলেন, সে বিষয় কোনো তথ্য টুইটারে দেননি তিনি। শুধু আজান পোস্ট করে লেখা আছে- Goodmorning india।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এপি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |