ঢাকা

অনু মালিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সোনু নিগমের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ অক্টোবর ২০২৩ , ০২:৫১ পিএম


loading/img
অনু মালিক ও সোনু নিগম

ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সোনু নিগম এবং সুরকার অনু মালিক। পাশাপাশি একটি রিয়েলিটি শোয়ের বিচারকও তারা। একসঙ্গে বহু হিট গান উপহার দিয়েছেন এই জুটি। এবার অনু মালিককে নিয়ে মুখ খুললেন সোনু নিগম। শুধু তাই নয়, রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন এই গায়ক। 

বিজ্ঞাপন

জানা গেছে, ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবে খ্যাতি রয়েছে সোনুর। পাশাপাশি স্পষ্টবক্তা বলে দুর্নাম রয়েছে অনুরও। তার সঙ্গে ১৪ বছর বয়সে সোনুর সঙ্গে আলাপ হয়। সে সময় তিনি সদ্য একটি রিয়্যালিটি শো খেতাব অর্জন করেন। 

তবে গায়ককে পছন্দ হলেও সে কথা মুখে বলেননি অনু। ক্যারিয়ারে শুরুর দিকে রীতিমতো তিনি অত্যাচার করতেন বলে সুরকারের বিরুদ্ধে অভিযোগ করেন সোনু। 

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে গায়ক বলেন, রিয়েলিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি, তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। তবে তিনি আমাকে সে সময় খুব একটা পাত্তা দেননি। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি ওনার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। 

সোনু আরও বলেন, অনুর ব্যবহারে প্রথম প্রথম অনেক ভয় পেতাম। কারণ তিনি আমাকে রীতিমতো অত্যাচার করতেন, হেনস্থা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এ ছাড়া অভিজ্ঞতাও বেশি ছিল। তবে উনি আমার গুরুজি।    

এ দিকে অনেক নেটিজেনদেরই ধারণা, হয়তো খানিকটা হালকা চালেই নিজের পুরনো জমা ক্ষোভের কথা জানালেন সোনু। তবে এই গায়কের আগে কণ্ঠশিল্পী কুমার শানুও একই অভিযোগ জানিয়েছিলেন অনুকে নিয়ে। যদিও এই দুই গায়কের সঙ্গে একটা সময় টানা কাজ করেছেন এই সুরকার।   

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |