ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সালতামামি ২০২১

ইভা রহমানের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ , ০৮:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ‍উঠে সখ্যতা। শুরু হয় মন দেয়া নেয়া। গাঢ় হতে থাকে দু’জনের প্রেম। অত:পর বিয়েও করেন তারা। হাসি আনন্দ নিয়ে সুখেই সংসার করে আসছিলেন এই দম্পতি। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশও দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে।

বিজ্ঞাপন

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ও গায়িকা ইভা রহমান নতুন করে ঘর বেঁধেছেন। ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইভার বাসায় একদম ঘরোয়া আয়োজনে ইভা-আরমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাদের বিয়েতে কাছের কিছু আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। ইভার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সেটি টক অব দ্য টাউনে পরিণত হয়। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে ঢাকার গুলশানে বসবাস করছেন ইভা রহমান।

জানা যায়, চলতি বছরের ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন এই গায়িকা। সোহেলের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন। এমনকি দ্বিতীয় বিয়ের পরই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সোশ্যাল মিডিয়াতেও এখন তার নামের সাথে ‘রহমান’শব্দটি নেই। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’পদবি।

বিজ্ঞাপন

ইভা রহমানের দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতার ছবি

গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’

বিজ্ঞাপন

গান নিয়ে নতুন স্বামীর প্রেরণা পাওয়ার কথাও জানিয়েছিলেন ইভা আরমান। তিনি বলেছিলেন, 'মাহফুজুর রহমানকে বিয়ে করে শুধু শূন্যতা পেয়েছি। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি, সারা জীবন যেন সুখে থাকি।'

প্রসঙ্গত, ইভার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |