ঢাকা

যে কারণে এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৩:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাহফুজুর রহমান, প্রতি ঈদেই যিনি নিজের চ্যানেলে গান শোনান দর্শকদের। ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে এবার ঘটছে ছন্দপতন। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

বিজ্ঞাপন

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত। 

গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।  

বিজ্ঞাপন

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |