• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নেটদুনিয়ায় ভাইরাল দীপিকার ভিডিও

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫১
দীপিকা পাডুকোন

মা হওয়ার পর থেকে আড়ালেই রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলা যায়, মেয়েকে রেখে ঘরের বাইরে বের হন না তিনি। এদিকে মা দীপিকাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় তার ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এলেন অভিনেত্রী।

গত ৬ ডিসেম্বর তিন মাসের মেয়েকে রেখে বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হন দীপিকা। নাইট আউট ছিল অভিনেত্রী ও তার গার্ল গ্যাংয়ের। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। এরপর থেকেই আলোচনায় অভিনেত্রী।

এক ভক্তের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মঞ্চে থাকা দিলজিত গাইছেন ‘সিয়া হাস হাস’আর তার সঙ্গে নাচছেন দীপিকা। দিলজিতের অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি যেন মুহূর্তেই শ্রোতাদের মধ্যে ঝড় তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিওতে কখনও মঞ্চের পেছনে, কখনও বা আবার শ্রোতাদের মাঝেও নাচতে দেখা যায় দীপিকাকে। মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে নাচার পাশাপাশি দিলজিৎকে কন্নড় ভাষাও শেখান অভিনেত্রী।

দিলজিতের কনসার্টে ভিন্ন অবতারে ধরা দেন দীপিকা। এদিন সাদা টপ ও জিন্স পরে এসেছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর এত মানুষের মাঝে এভাবে প্রথমবার হাজির হলেন দীপিকা। তাই অভিনেত্রীর লুক নিয়েও নেটিজেনদের চর্চা তুঙ্গে।

প্রসঙ্গত, ভালোবেসে ২০১৮ সালে গাঁটছড়া বাধেন রণবীর-দীপিকা। চলতি বছরের ৮ সেপ্টেম্বর তাদের কোল জুড়ে আসে প্রথম কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং। বর্তমানে স্বমী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন দীপিকা।

আরটিভি/এইচএসকে/ এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার
যে কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে
গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ
শিগগিরই মুক্তি পাচ্ছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা