ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মেয়ের নাম কী রাখছেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ , ০১:৩৪ পিএম


loading/img
দীপিকা পাডুকোন ও রণবীর সিং

কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়ের জন্মের খবর জানানোর পর থেকেই শুভেচ্ছার সাগরে ভাসছেন এই তারকা দম্পতি। 

বিজ্ঞাপন

এদিকে মেয়ের নাম কী হবে তা নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। প্রিয় তারকা জুটির সন্তানের নাম জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। 

সন্তানের নামকরণ আগেই ঠিক করে ফেলেছেন রণবীর-দীপিকা। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর এক সাক্ষাৎকারে রণবীর জানান, ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্যবীর সিং।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন তারা। সে সময় অভিনেতা আরও বলেন, দীপিকার মতো দেখতে কন্যাসন্তান চান তিনি। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে রণবীরের।

তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের শৌর্যবীরই হচ্ছে, নাকি অন্য কোনো নাম ভাবছেন রণবীর-দীপিকা? সেটাই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এইচএসকে/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |