গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ
বেশ কিছু দিন ধরেই সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা। কখনও মঞ্চে অ্যালকোহল নিয়ে তার মন্তব্য, কখনও বা আবার টিকিট বিক্রি ঘিরে নানান ধরনের প্রশ্ন যেন শেষ নেই। এবার দিলজিতের ভক্তদের জন্য এলো দুঃসংবাদ।
লাইভ শো চলাকালে গায়ক মঞ্চে গায়ক ঘোষণা করেন যে, ভারতে আর কোনো লাইভ অনুষ্ঠান করবেন না তিনি। দেশটির চণ্ডিগড়ে অনুষ্ঠিত কনসার্টের সময় এ সিদ্ধান্তের কথা জানান দিলজিৎ।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সে কথাও মঞ্চে জানিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন কিছু শর্তও। গায়কের শর্তপূরণ না হলে ভারতের মানুষ আর কখনও তার শো উপভোগ করার সুযোগ পাবেন না।
ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দিলজিতকে বলতে শোনা যায়—প্রথমত, আমি প্রশাসনকে বলতে চাই যে আমাদের লাইভ শো করার পরিকাঠামো নেই। এটা অনেকের উপার্জনের জায়গা। অনেক মানুষ কাজ করে এখানে।
তিনি আরও বলেন, আমি পরেরবার স্টেজটা সেন্টারে করার কথা বলব। যাতে সবাই আমার চারপাশে থাকে। সেটা না হওয়া পর্যন্ত আমি ভারতে শো করব না। প্লিজ প্রশাসনের কাছে আমার অনুরোধ, পরিকাঠামো উন্নত করুন।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন