• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ইস্যুতে যা বলছে ব্রাজিল দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২৩, ১৪:১৪

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। পর্তুগালের লিসবনে মাঠে গড়াবে খেলা। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য গিনির পর ব্রাজিলিয়ানদের এবারের প্রতিপক্ষ সেনেগালিসরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা।

২০২২ বিশ্বকাপ শেষে তিতের পদত্যাগের পর র‍্যামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনেই ম্যাচ দুটি খেলতে ইউরোপে অবস্থান করছে ব্রাজিল।

তবে ম্যাচের আগে আলোচনার বিষয় অন্য। আগামী বছর ব্রাজিলের কোচ হচ্ছেন, রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

যদিও বিষয়টি নিয়ে খেলায় কোনো প্রভাব পড়ছে না বলে মনে করেন ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েতা।

পাকুয়েতার ভাষ্য, আমার মনে হয় বিষয়টি নিয়ে আমাদের ওপর তেমন কোনো প্রভাব নেই। র‍্যামনের অধীনে বেশ ভালোই করছি আমরা। দ্বিতীয় দফায় র‍্যামন দায়িত্ব পালন করছেন। আমরা খুশি তিনি দলের জন্য আমাদের যোগ্য মনে করেছেন। তার আঁকা ছকে অনুশীলন ও ম্যাচের পরিকল্পনা করেছি। অবশ্যই বিষয়টি নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। তবে ফেডারেশন প্রেসিডেন্টই বিষয়টি নিয়ে সবচেয়ে ভালো জানেন। তার আগে নিজেদের সেরাটা দিতে হবে। পাশাপাশি র‍্যামনের প্রতি সম্মান জানাতে হবে।

একই সুর ভারপ্রাপ্ত কোচ র‍্যামনের গলাতেও। স্পষ্ট জানিয়ে দিলেন বর্তমান নিয়ে ভাবছেন তিনি।

ভারপ্রাপ্ত এ কোচের ভাষায়, আপাতত বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ নেই। আমাদের লক্ষ্য রয়েছে। আমি গিনি ও সেনেগালের বিপক্ষে কাজ করতে এসেছি। অন্য বিষয়ে কথা বলতে পারব না। সেনেগালের বিপক্ষে দলকে সহায়তা করতে চাই। ফেডারেশন প্রেসিডেন্ট ভালো জানেন, কোনটা দলের জন্য ভালো সিদ্ধান্ত হবে। এখন খেলার সময়। মূল কাজ নিয়ে ভাবতে চাই।
এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে অবস্থান সেনেগালের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলার আগে বেশ সতর্ক সাদিও মানের দল।

কোচ আলিও সিসের দাবি, তাদের নিজেদের বিশেষত্ব হচ্ছে দল হিসেবে তারা অসাধারণ। বল নিয়ে মাঠে নামলে তারা সব কিছু করতে সক্ষম। মূল একাদশে খেয়াল করলে দেখবেন, ইউরোপের সব সেরা ক্লাবের খেলোয়াড়রাই এখানে জায়গা পেয়েছেন।

সবশেষ ২০১৯ সালে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল। তবে এবার ব্রাজিলকে হারিয়ে নিজেদের শক্তির জানান দেওয়াই লক্ষ্য সেনেগালের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড, ফিরেছেন জো রুট