ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

দুই হাতে বোলিং করে আইপিএলে কামিন্দুর ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০২:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলের ১৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল হায়দরাবাদ। এই ম্যাচের ৮০ রানে হেরেছে গতবারের রানার্স আপরা। দল হারলেও এই ম্যাচে ইতিহাস গড়েছেন লঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। বাঁ ও ডান—দুই হাতেই বোলিং করে চমক দেখিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইপিএলের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন কামিন্দু। এদিন ১৩তম ওভারে এই লঙ্কানকে বোলিংয়ে আনেন অধিনায়ক প্যাট কামিন্স। তিনটি বল করেন বাঁ হাতে এবং বাকি তিনটি ডান হাতে। এতে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাতে বোলিং করার নজির গড়েছেন।

শুধু বোলিং করেই ক্ষান্ত হননি, ওই ওভারের চতুর্থ বলেই তার শিকার হন কলকাতার তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী, যাকে দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়ে দেন হার্শাল প্যাটেল।

বিজ্ঞাপন

তবে এমন ঐতিহাসিক কীর্তির দিনে জয় ধরা দেয়নি কামিন্দুর দলের হাতে। কলকাতার কাছে ৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট হাতেও কামিন্দু রেখেছেন অবদান—দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন তিনি।

আরও পড়ুন

এর আগে, ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই বিশেষ দক্ষতা দেখিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর জাতীয় দলেও তা অব্যাহত রাখেন। ২০২৩ সালে ভারতের দুই তারকা ব্যাটার সূর্যকুমার যাদব ও ঋষভ পন্তের বিপক্ষেও দুই হাতে বোলিং করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তির প্রথম নজির পাওয়া যায় ১৯৫৮ সালে, কিংস্টনে অনুষ্ঠিত টেস্টে। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ হানিফ দুই হাতে বল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ ছাড়া ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করে নজর কাড়েন শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |