আর মাত্র কয়েকদিন পরই চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচের আগে স্বস্তিতে নেই রিয়াল বস কালো আনচেলত্তি। শেষ ষোলোয় অ্যাথলেটিকোকে হারানো পর তাদের দর্শকদের উদ্দেশ্যে ইঙ্গিত পূর্ণ উদযাপন করেন রুডিগার, সেবালোস, এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র।
যা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে ক্লাবটি। তাই আর্সেনাল ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে রিয়ালের এই তারকা ফুটবলাররা। অনেকেই ভাবছিল আর্সেনালের বিপক্ষে তাদের ছাড়ায় মাঠে নামতে হতে পারে। কিন্তু সুখবর দিয়েছে জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, অ্যাথলেটিকো বিপক্ষে উদযাপনের জন্য প্রথম তিনজন ফুটবলার আর্থিক জরিমানা পাবেন। তারা হলেন সেবালোস, এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র। তবে তারা এক বছরের মধ্যে আবার এমন আচরণ করে তাহলে ১ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রুডিগারের বিষয়টি আলাদাভাবে নিয়েছে উয়েফা। তার অঙ্গভঙ্গি মোটেই পছন্দ হয়নি এবং এটি হুমকিস্বরূপ বলে মনে হয়েছে তদন্ত কমিটির। তাই আর্থিক জারিমানার পাশাপাশি আর্সেনাল ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
প্রথম লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকোকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াদ। দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো নিজেদের মাঠে নির্ধারিত সময়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের ১ গোল দেয়। অ্যাগ্রিগেটে ২-২ সমতা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
যেখানে ৪-২ গোলে দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ভিনিসিয়ুস-এমবাপেরা। আর স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উল্লাস-উদযাপনে মেতেছিল লস ব্লাঙ্কোসরা। আর শেষ পেনাল্টিটাও নিয়েছিলেন রুডিগার।
আর্সেনাল ম্যাচ রুডিগার মিস করলে বিপাকে পড়বে রিয়াল মাদ্রিদ। কারণ, রক্ষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই জার্মান ফুটবলার। এখন শেষ সিদ্ধান্ত কি হয় সেটাই দেখার বিষয়।
আরটিভি/এসআর