ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এলক্লাসিকো কোপা দেল রের ফাইনালে, রিয়াল মাদ্রিদ কি প্রতিশোধ নিতে পারবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৮:৫০ পিএম


loading/img
ছবি: এএফপি

চলতি বছরের শুরুতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। যেখানে কাতালানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে টুর্নামেন্টটির রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা।

বিজ্ঞাপন

এদিকে লা লিগাতেও সিংহাসনের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। বার্সেলোনা শীর্ষে থাকলেও তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। ইয়ামাল-রাফিনিয়ারা একবার হোঁচট খেলেই তাদের টপকে যাবে ভিনি-বয়ড়ারা।

এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালকে এলক্লাসিকোতে রূপ দিয়েছে হান্সি ফ্লিক ও আনচেলত্তির শীষ্যরা। আগামী ২৬ এপ্রিল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগের ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে অ্যান্টনিও রুডিগারের ঝলকে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। 

আরও পড়ুন

ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত স্কোরলাইনের সমতায় লক্ষ্যে ছিল রিয়াল মাদ্রিদ। পরক্ষণে ডাভিড আলাবা আত্মঘাতী হলে শুরু হলো গোলের উৎসব। সময়ের সাথে ম্যাচের গতিপথ বদলায়। কখনও রিয়াল সোসিয়েদাদ ফাইনালের পথে এগিয়ে যায় তো কখনও রিয়াল মাদ্রিদ। 

রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের ১১৫ মিনিটে আরেকবার সফরকারীদের জালে বল জড়ালে সেটাই গড়ে দেয় ব্যবধান। শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে চার গোলদাতা হলেন- এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি ও আন্টোনিও রুডিগার।

এদিকে প্রথম লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করলেও দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ফেররান তরেসের একমাত্র গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে ফাইনালের টিকিট পেয়েছে কাতালানরা।

এতে সুপার কাপের ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই হারের পর অনেক হতাশ হয়েছিল মাদ্রিদের একাধিক ফুটবলার। তাই এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া। তবে শেষ হাসি কারা হাসে সেটায় দেখার বিষয়।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |