• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ফিরমিনোর গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জানুয়ারি ২০২০, ১০:৪১
liverpool
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ভাবে জয় পেয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। শনিবার রাতে টটেনহাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও মজবুত করল অল রেডরা।

শুরু থেকেই আক্রমণ চালাতে শুরু করে ইউর্গেন ক্লপের শিষ্যরা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত।

শেষ পর্যন্ত মোহামম্মদ সালাহর ছোট পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান রবার্তো ফিরমিনো। এরপর আরকোনও দলই জালের দেখা না পাওয়া ১-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

দিনের আরেক ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি ২-১ গোলে হেরেছে সাউদাম্পটনের বিপক্ষে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান
নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই: সালাহউদ্দিন
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি দিয়ালোর
উড়ন্ত লিভারপুলকে রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড