ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইংরেজি বলতে না পারা নিয়ে বিদ্রূপের শিকার রিজওয়ান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০২:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের খেলাগুলোর মধ্যে ক্রিকেট খেলাকে একটি স্মার্ট খেলা হিসেবে ধরা হয়। তাই এই খেলার খেলোয়াড়দের কথা বলার জন্য ইংরেজি জানাটা জরুরী। ইংরেজি না জানার কারণে ম্যাচের পর উপস্থাপকের কাছে নিজের ও দল সম্পর্কে বলতে গেলে অনেক খেলোয়াড়দের বিদ্রূপের শিকার হতে হয়। ইংরেজি বলতে না পারার কারণে পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ ও বিদ্রূপের শিকার হতে হয়।  

বিজ্ঞাপন

এবার ইংরেজি বলতে না পারা নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান স্পষ্ট জানিয়ে দিলেন ইংরেজিতে দুর্বলতা থাকলেও নিজের উপস্থাপন নিয়ে তিনি গর্বিত। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচের আগে মুলতান সুলতানসের হয়ে সংবাদ সম্মেলনে আসেন রিজওয়ান। এই সংবাদ সম্মেলনে এসে তার মনের কথা খোলাখুলি তুলে ধরেন। খবর ক্রিকেটপাকিস্তান   

ইংরেজি বলতে না পারা নিয়ে রিজওয়ান বলেন, আমি যে ইংরেজি বলতে পারি না, তাতে আমার কিছু যায় আসে না। আমি যা বলি, মন থেকে বলি এবং তার জন্য আমি গর্বিত। তবে হ্যাঁ, আমার ইংরেজির প্রথাগত কোনো শিক্ষা নেই। সেজন্য আমি খুবই লজ্জিত। কিন্তু পাকিস্তানের অধিনায়ক হিসেবে, ইংরেজি না জানার জন্য আমার এক শতাংশও লজ্জা নেই।  

বিজ্ঞাপন

এই বিষয়ে রিজওয়ান আরও বলেন, জুনিয়রদের বারবার বলি পড়াশোনা ঠিকমতো শেষ করতে, যাতে তারা ভালো ইংরেজি বলতে পারে। পাকিস্তান আমার থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। পাকিস্তান যদি আমার থেকে ইংরেজি চায়, তাহলে আমি ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যাব!

আরও পড়ুন

বর্তমান সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা, নিউজিল্যান্ড সফরে দলের হার সব মিলিয়ে কঠিন সময় যাচ্ছে রিজওয়ানদের। এর মাঝেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেলেও ধারাবাহিকতা নেই। 

দলের এই কঠিন সময়ে সবার কাছে এবার সহযোগিতা চাইলেন রিজওয়ান। তিনি বলেন, দলের সমালোচনা করা ঠিক আছে, তবে আমাদের উন্নতির জন্য পরামর্শও দিন। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির সময় ওয়াসিম আকরাম আমাদের পরামর্শ দিয়েছেন। আমি তার সঙ্গে আরও কথা বলতে চেয়েছি, কিন্তু সময় বেশি ছিল না। 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |