ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লিভারপুলের হয়ে চুক্তি নবায়ন করলেন সালাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৫:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মৌসুম শেষ হলেই লিভারপুল ছাড়বেন মোহামেদ সালাহ এমনটাই গুঞ্জন ছিলো।কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড। লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মোহামেদ সালাহ। চলতি গ্রীষ্মেই আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, সালাহর সঙ্গে তাদের নতুন চুক্তি হয়েছে। ক্লাবের ওয়েবসাইটে এই উইঙ্গার বলেন, ‘এটা অসাধারণ মুহূর্ত। আমি অ্যানফিল্ডে ৮ বছর হলো খেলছি। এটা সম্ভবত ১০ বছর হতে চলেছে। এখানে আমি জীবন ও ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলি কেটেছে।' 

সালাহ বলেন, 'অবশ্যই আমি খুব খুশি। আমাদের দলে এখন অনেক ভালো খেলোয়াড় আছে। আগেও ছিল। আমি চুক্তি করেছি, কারণ বিশ্বাস করি আমরা আরও শিরোপা জিততে পারি এবং খেলাটা উপভোগ করতে পারি।'
তিনি আরও বলেন, 'এখানে আট বছর কেটেছে, আশা করি তা দশ বছরে পৌঁছাবে। জীবনের সেরা সময়টা এখানেই কাটাচ্ছি।' 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচ খেলে ২৪৩ গোলের সাথে ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। নতুন চুক্তির ফলে এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ  পাবেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি গোল করেছেন সালাহ, যার মধ্যে ২৭টি গোলই এসেছে প্রিমিয়ার লিগ থেকে। লিভারপুল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, দ্বিতীয় স্থানে আর্সেনাল। তাদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। মৌসুমের আর মাত্র সাতটি ম্যাচ বাকি আছে।  

বিজ্ঞাপন

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় ট্রফি জয় করেছেন।  

আরটিভি/ এস কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |